প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২১

ইন্দোনেশিয়ার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা অভিযানে নিহত

জঙ্গিগোষ্ঠী ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিনের (এমআইটি) নেতাকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তিনি আইএসের সহযোগী ছিলেন। সুলাওয়েসি প্রদেশের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, শনিবার বিকালে একটি গ্রামে সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে বন্দুকযুদ্ধে আলী কালোরা নিহত হন। খবর আলজাজিরার।

অভিযানে জাকা রমাদান নামে আরেক জঙ্গি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেন সুলাওয়েসির সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ মাকরুফ। অভিযানে জঙ্গিদের আস্তানা থেকে বিস্ফোরক, এম-১৬ রাইফেল ও চাপাতি উদ্ধার করা হয়। জঙ্গি তৎপরতায় ব্যবহৃত আরো অনেক আলামত পাওয়া গেছে।

আলী কালোরা জঙ্গিগোষ্ঠী ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিনের (এমআইটি) নেতা ছিলেন। নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি। তার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএসের নিবিড় যোগাযোগ ছিল বলে দাবি করছে প্রশাসন। এর আগে ইস্ট ইন্দোনেশিয়ার মুজাহিদিন গোষ্ঠীটি সংখ্যালঘু পুলিশ কর্মকর্তাসহ একাধিক হত্যাকা-ের দায় স্বীকার করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close