প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

জাওয়াহিরি জীবিত!

৯/১১ হামলার পূর্তির দিনেই ভিডিও

আকস্মিকভাবে ফের দৃশ্যপটে হাজির হয়েছেন আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠিটির হাল ধরা জাওয়াহিরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ২০২০ সালে। এর আগেও কয়েকবার তার মৃত্যুর খবর ছড়িয়েছে। তবে সেই জাওয়াহিরি ফের হাজির হয়েছেন। যুক্তরাষ্ট্রে ৯/১১-এর হামলার ২০ বছরপূর্তিতে শনিবার এক ভিডিও বার্তায় দেখা যায় তাকে। এতেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে তবে কি বেঁচে আছেন জাওয়াহিরি?

আমেরিকার সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে এপি জানায়, শনিবার আইমান আল জাওয়াহিরির একটি ৬১ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রের হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে। ‘জেরুজালেম উইল নট বি জুডাইজড’ শিরোনামের ওই ভিডিও বার্তা প্রকাশিত হয় আল কায়দার মুখপত্র আস-সাহাবে।

জঙ্গি গোষ্ঠীদের সংবাদ মাধ্যম নিয়ে গবেষণাকারী সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিতা কাটজ জানান, ২০২০-তে নিহত আল কায়দা জঙ্গিদের স্মরণের পাশাপাশি প্রশংসাও করছেন জাওয়াহিরি।

তবে পুরো মাত্র এক বারই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেছেন জাওয়াহিরি। তিনি বলেছেন, দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর যুক্তরাষ্ট্র পরাস্ত হয়ে সেনা প্রত্যাহারের চুক্তি করেছে। তবে জাওয়াহিরি সেনা প্রত্যাহার নিয়ে কিছু বলেননি।

এছাড়া তালেবানরা আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সে বিষয়েও তাকে কিছু বলতে শোনা যায়নি ওই ভিডিওতে। রিতা কাটজ টুইটারে আরো লিখেছেন, তিনি মারা গেছেন, এটা সত্যি হতে পারে। কারণ মনে হচ্ছে ভিডিওটি ২০২১ সালের জানুয়ারি বা তার পাশে পাশের সময় হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close