প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ সেপ্টেম্বর, ২০২১

দিল্লিতে অতিবর্ষণে বিমানবন্দরে জলাবদ্ধতা

অতিবর্ষণে প্লাবিত ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়েতে পানি জমে ব্যাহত স্বাভাবিক কার্যক্রম। গত শুক্রবার এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টিপাতে উড়োজাহাজ রাখার জায়গাগুলোর কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। ইন্ডিগো এবং স্পাইস জেটের মতো এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলো তাদের যাত্রীদের ফ্লাইটের অবস্থা জেনে বিমানবন্দরে আসতে অনুরোধ জানিয়েছে। বিমানবন্দরের পানি নিষ্কাশন করা হয়েছে বলে জানা গেছে।

প্রবল বর্ষণের কারণে মাঝারি (অরেঞ্জ) সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ১৯৭৫ সালের পর এমন বৃষ্টিপাত দেখেছে দিল্লিবাসী। এদিকে গতকাল শনিবারও দিল্লিতে ব্যাপক বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি বছর ১ হাজার ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দিল্লির গড় বৃষ্টিপাত প্রায় ৬৫০ মিলিমিটার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close