প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ সেপ্টেম্বর, ২০২১

জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন আনছে ফ্রান্স

আগামী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ফ্রান্সে ২৫ বছর বয়স থেকে সব নারী জন্মনিয়ন্ত্রণের সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বিনা মূল্যে। জন্মনিয়ন্ত্রণ বড়ি, জন্মনিরোধক যন্ত্রসহ (আইইউডি) ও অন্যান্য সুবিধা থাকছে এই বিলে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ পদক্ষেপের কথা জানিয়েছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান। খবর ইন্ডিপেনডেন্টর।

ফ্রান্সের স্বাস্থ্যসেবা ব্যবস্থা স্বল্প পরিসরে জন্মনিয়ন্ত্রণ খরচ বহন করে। বর্তমানে ফ্রান্সে ১৮ বছর বয়সি নারী এবং এর চেয়ে কম বয়সিরা বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণের সুযোগ-সুবিধা পাচ্ছেন।

দেশটিতে এক হাজার জনে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে গর্ভপাতের সংখ্যা ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে ৬ শতাংশ থেকে ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

ফ্রান্সে ২৫ বছরের পর বাবা-মার সঙ্গে হেলথ ইনস্যুরেন্স সুবিধা পান না তরুণরা। বয়সের সঙ্গে সঙ্গে সেটি বাতিল করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close