প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ জুলাই, ২০২১

হাইতিতে শিগগিরই নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রীর

হাইতির নতুন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানে পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা তার সরকারের আছে বলে মন্তব্য করেছেন। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট জোভেনেল ময়িসের হত্যাকা-ের পর থেকে ক্যারিবীয় এ দেশটি ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। পশ্চিমা দেশগুলোও অর্থনৈতিকভাবে দরিদ্র ও রাজনৈতিকভাবে টালমাটাল সময় পার করা হাইতিতে দ্রুত নির্বাচন চাইছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগের সময়সূচি অনুযায়ী দেশটিতে সেপ্টেম্বরেই প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। হেনরি বুধবার দ্রুত নির্বাচন হবে বলে আশ্বাস দিলেও কোনো সময়সীমা জানাননি। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে পরিস্থিতি তৈরি করা যেন যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায়, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের এমনটাই বলেন হেনরি। সরকারের প্রতি আস্থা ফেরাতে কাজ করবেন জানিয়ে ৭১ বছর বয়সি এ নিউরো সার্জন জানান, সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তিনি নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close