প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ জুলাই, ২০২১

সম্পর্ক উন্নয়নে একমত উত্তর দক্ষিণ কোরিয়া

বন্ধের এক বছরের মাথায় ফের চালু হলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার হটলাইন। গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছে, দুদেশের আস্থা পুনর্নির্মাণ ও সম্পর্কোন্নয়নে নেতারা একমত হওয়ায় হটলাইন চালুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বলতে গেলে দুদেশের শীর্ষ পর্যায়ের মধ্যে যোগাযোগ বন্ধ রয়েছে। বিশেষ করে করোনা মহামারির শুরুর পর থেকে বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে কিম জং উনের দেশ।

গত বছরের জুনে দুদেশের মধ্যে একটি অসফল সম্মেলনের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় উত্তর কোরিয়া। এতে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এমনকি সীমান্তের কাছাকাছি একটি লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেয় পিয়ংইয়ং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close