প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জুন, ২০২১

জাপানের চিড়িয়াখানায় পান্ডার যমজ শাবক

জাপানের একটি চিড়িয়াখানায় দুটি শাবকের জন্ম দিয়েছে একটি জায়ান্ট পান্ডা। বুধবার টোকিওর উয়েনো চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার শাবক দুটির জন্ম দেয় শিন শিন নামের পান্ডাটি। গত চার বছরের মধ্যে এটাই প্রথম কোনও পান্ডার জন্ম। তবে শাবকদের লিঙ্গ এখনও নির্ধারণ করা যায়নি।

আটক কিংবা বণ্য পরিবেশ সব জায়গাতেই জায়ান্ট পান্ডার বংশবৃদ্ধি করানো কঠিন। টিকে আছে আর মাত্র কয়েক হাজার। পরিবেশবিদরা এই প্রজাতিটিকে বিপন্ন ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছেন। উয়েনো চিড়িয়াখানার পরিচালক ইয়োতাকা ফুকুডা জানান, প্রথমবারের মতো সেখানে পান্ডার দুই শাবকের জন্ম হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘দ্বিতীয় শাবকটির জন্মের খবর শুনে আমি চিৎকার করে উঠি।’

জায়ান্ট পান্ডার একসঙ্গে দুই শাবকের জন্ম দেওয়ার ঘটনা বিরল। সেই কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি শাবককে ইনকিউবেটরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close