প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০২১

ইরাকে আইএসের অতর্কিত হামলা ১১ যোদ্ধা নিহত

ইসলামিক স্টেট তথা আইএসের অতর্কিত হামলায় ১১ জন ইরাকি যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বাহিনী হাশেদ আল-শাবি। খবর এএফপি ও আলজাজিরার।

এই হামলায় আইএস জিহাদিরা হালকা অস্ত্র ব্যবহার করেছে। সালাদিন প্রদেশের তিকরিতের পূর্বদিকে অন্ধকারাচ্ছন্ন সময়ে অতর্কিত এই হামলা করে আইএস। তবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি আইএস।

এ বিষয়ে হাশেদের ইউনিট কর্মকর্তা আবু আলী আল-মালিকি বলেন, ‘আইএস আমাদের হাশেদ ব্রিগেড-২২-এর ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। নিহতদের মধ্যে ব্রিগেড কমান্ডারও রয়েছেন। এরপর সেখানে আরো সেনা পাঠানো হয়।’

অবশ্য ইরাক ২০১৭ সাল থেকে দাবি করে আসছে যে তারা আইএসকে পরাজিত করেছে। তবে এখনো এই জিহাদি গ্রুপ দেশটির বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। বিশেষ করে পাহাড় ও মরুভূমি এলাকায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close