প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২১

ভারতে কৃষক আন্দোলন

মোদির মাকে কৃষকের চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন মোদির কাছে সাহায্য চেয়ে খোলা চিঠি লিখেছেন পাঞ্জাবের কৃষক হারপ্রিত সিং।

ভারতে চলমান কৃষক আন্দোলনে যোগ দেওয়া হারপ্রিত গত বুধবার শিমলা থেকে গ্রেপ্তার হন। যদিও এক দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী মোদির মায়ের কাছে একটি খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নেন।

শুক্রবার টাইমস অব ইন্ডিয়াকে হারপ্রিত বলেন, কৃষি সংস্কারের নামে গত বছর সেপ্টেম্বরে মোদি সরকার তিনটি কৃষি আইন পাস করেছে। ‘আমি প্রধামন্ত্রীর মাকে চিঠি লিখে অনুরোধ করেছি যেন তিনি নিজের ছেলেকে ওই তিনটি আইন বাতিল করতে বলেন। কেউ তার মায়ের অনুরোধ ফেলতে পারে না।’

চিঠিতে হারপ্রিত লেখেন, ‘প্রিয় মা, আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনার ছেলে। আমার মনে হয় তিনি আপনার কথা ফেলতে পারবেন না। দয়া করে হাজার হাজার কৃষককে সাহায্য করুন, যারা কৃষকবিরোধী আইন বাতিলের দাবিতে তীব্র ঠা-ার মধ্যে দিল্লি সীমান্তে অবস্থান নিয়েছেন।’

থানা থেকে ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার রাতে নিজ জেলা ফিরোজপুরে ফিরে যান হারপ্রিত। তিনি জানান, শিগগিরই তিনি ওই চিঠি পোস্ট করবেন। হারপ্রিত ছাড়াও বুধবার পাঞ্জাবের মোহালি জেলার করনদীপ সন্ধু ও চন্ডিগড়ের গুরপ্রিত সিংকে গ্রেপ্তার করে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close