প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২২ জানুয়ারি, ২০২১

বিশ্বে এক দিনে মৃত্যু ১৭,২৯৯

নভেল করোনাভাইরাসে প্রাণহানি নতুন রেকর্ড হয়েছে বিশ্বে। এক দিনে মারা গেছেন ১৭ হাজার ২৯৯ জন মানুষ। নতুন শনাক্তের সংখ্যাও ৬ লাখ ৭১ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২০ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৭২ লাখের বেশি।

এক দিনে বিশ্বে সবচেয়ে বেশি চার সহস্রাধিক মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। নতুন শনাক্ত ১ লাখ ৮০ হাজারের বেশি। এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাজ্যও। ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ১ হাজার ৮২০ জন। নতুন শনাক্ত প্রায় ৩৯ হাজার।

তবে ভারতে কমেছে শনাক্ত ও প্রাণহানি। এক দিনে প্রাণহানি ১৫২ জনের, আর শনাক্ত ১৫ হাজার ২৭৭ জন। এদিকে চীনের বেশ কয়েকটি প্রদেশে নতুন করে বেশ কয়েকজনের দেহে করোনা শনাক্ত হওয়ায় ফের শঙ্কা দেখা দিয়েছে। জাপানে বেড়েছে করোনার বিস্তার। এ ছাড়াও তিনজনের দেহে মিলেছে করোনার নতুন ধরন।

ব্রাজিল এক দিনে ১ হাজার ৩০০ মৃত্যু হয়েছে। আক্রান্ত ৬৪ হাজার মানুষ। অক্সিজেন সংকট দেখা দেওয়ায় অ্যামজনে অক্সিজেন সরবরাহ করেছে ভেনিজুয়েলা। মেক্সিকোতে গতকাল বৃহস্পতিবার ১ হাজার ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে এ পর্যন্ত সর্বোচ্চ।

জার্মানিতে একদিনে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close