প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০২১

এস-৪০০ ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারত

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ভারত। সাক্ষাৎকারে এ ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনৈতিক কর্মকর্তা। তারা বলছেন, তুরস্কের মতো ভারতকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এ নিয়ে কিছুদিন আগেও মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনেও হুশিয়ারি করে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্র প্রশ্নে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। খবর রয়টার্সের।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন প্রশাসন ভারতকে যে সতর্ক করেছে তার অর্থ হচ্ছে যদি ভারত রাশিয়া থেকে পরিকল্পনা অনুযায়ী এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আমদানি করে তাহলে তাদের তুরস্কের মতো একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। রুশ এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা কেনায় সম্প্রতি ন্যাটো মিত্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এদিকে সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ অবস্থানে থাকা ভারত রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে ২০১৮ সালে চুক্তি করে দিল্লি-মস্কো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close