প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০২১

নেপথ্যে ‘ষড়যন্ত্র’ দেখছেন আন্দোলনরত কৃষকরা

সরকারের সঙ্গে নবম দফার বৈঠকও ব্যর্থ

একের পর এক বৈঠক হচ্ছে। ইতিমধ্যেই বিতর্কিত কৃষি আইন নিয়ে সরকার এবং কৃষকদের মধ্যে ৯ দফায় বৈঠক হয়েছে। আরো এক দফার বৈঠকের দিনক্ষণ ঠিক হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সমস্যা মেটা তো দূরের কথা, আলোচনায় তেমন অগ্রগতিও হয়নি। যা নিয়ে এবার রীতিমতো ক্ষোভ জমছে কৃষকদের মধ্যে। কৃষক নেতারা মনে করছেন, আসলে আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করে সরকার কৃষকদের ঐক্যে চিড় ধরাতে চাইছে। যা আসলে ষড়যন্ত্র।

রবিবার বিক্ষোভকারী কৃষকদের অন্যতম সংঠন অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা হান্নান মোল্লা দাবি করেন,‘গত দুমাস ধরে আমরা এখানে ঠান্ডায় কষ্ট পাচ্ছি। কৃষকদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। বদলে সরকার আমাদের কী দিচ্ছে? তারিখের পর তারিখ। যাতে আমরা ক্লান্ত হয়ে যাই এবং এই জায়গাটা ছেড়ে চলে যাই।’ কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আগেই উঠেছে। কৃষক সংগঠনগুলো অভিযোগ করছে, আন্দোলন দমন করতে এবার বিভিন্ন এজেন্সিকে আসরে নামাচ্ছে কেন্দ্র। ইতোমধ্যেই নিষিদ্ধ খলিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিসে’র সঙ্গে যোগাযোগ এবং আর্থিক লেনদেন-সংক্রান্ত বিষয়ে জেরা করতে ৪০ জনকে তলব করেছে এনআইএ। তাদের মধ্যে রয়েছেন পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু এবং কৃষক নেতা বলদেব সিং সিরসা। এই তলবের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছেন কৃষকরা। এদিকে কৃষি আইন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট যে চার সদস্যের কমিটি গড়ে দিয়েছিল, তা নিয়ে বিবাদ অব্যাহত। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরও যে কৃষক সমস্যার সমাধান হবে না, সেটা শীর্ষ আদালতের রায়দানের পরই পরিষ্কার হয়ে গিয়েছিল। বিতর্কিত কৃষি আইন কার্যকরে স্থগিতাদেশ দিলেও আদালতের রায় সন্তুষ্ট করতে পারেনি কৃষকদের। বিশেষ করে শীর্ষ আদালত বিতর্কিত আইন তিনটি খতিয়ে দেখার জন্য যে কমিটি গড়ে দিয়েছিল, সেটা নিয়ে প্রবল আপত্তি ছিল কৃষক সংঠনগুলির। সেই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা ভুপিন্দর সিং মান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close