প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ জানুয়ারি, ২০২১

করোনাকালে আত্মহত্যা বেড়েছে জাপানে

করোনার দ্বিতীয় দফা ঢেউয়ে জাপানে আত্মত্যার হার বেড়েছে। নারী ও শিশুদের মধ্যে এই হার অনেক বেশি। হংকং ইউনিভার্সিটি ও টোকিও মেট্রোপলিটন ইনস্টিটিউট অব জারোন্তোলোজি যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই-অক্টোবরে আত্মত্যার হার ১৬ শতাংশ বেড়েছে। অথচ ২০১৮ সালের তুলনায় গত বছরের ফেব্রুয়ারি-জুনে আত্মত্যার হার হ্রাস পেয়েছিল ১৪ শতাংশ। করোনার প্রথম দফা ঢেউয়ে সরকারের ভর্তুকি, কর্মঘণ্টা হ্রাস ও স্কুল বন্ধের কারণে আত্মত্যার হার হ্রাস পেয়েছিল। দ্বিতীয় দফা ঢেউয়ে পুরুষদের তুলনায় নারীদের আত্মত্যার হার ৩৭ শতাংশ বেড়েছে। কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা হ্রাস, কর্মজীবী মায়েদের ওপর কাজের চাপ বৃদ্ধি এবং পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়া এর কারণ বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ২০১৬ সালের নভেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরবরাহ করা পরিসংখ্যানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের আত্মত্যার হার ৪৯ শতাংশ বেড়েছে। করোনাকালে স্কুল বন্ধের পর এই হার বেড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close