আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০২০

মেক্সিকোয় বারে ১১ জনকে হত্যা

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোর একটি বারে এক সহিংস ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। সরকার অপরাধী দলগুলোর সহিংসতা বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও দেশটি রেকর্ড খুনের হারে জর্জরিত হয়ে পড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, গত রোববার ভোররাতে ফেরাল দেল প্রোগেসো শহরের ওই বারটিতে সাতজন পুরুষ ও চারজন নারীর লাশ পাওয়া গেছে। সেখানে গুলিতে আহত অপর একজন নারীকেও পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেক্সিকোর গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্রস্থল গুয়ানাজুয়াতো অপরাধীদের সহিংসতার ক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে দুই অপরাধী গোষ্ঠী স্থানীয় সান্তা রোসা দে লিমা ও শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে প্রায়ই প্রাণঘাতী লড়াইয়ের ঘটনা ঘটছে। জুলাইয়ে এই প্রদেশটির একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীরা ২৪ জনকে হত্যা করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close