আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ সেপ্টেম্বর, ২০২০

মহামারিতে বিশৃঙ্খলায় বিশ্ব

নিরাপত্তা পরিষদে উত্তপ্ত বাক্যবিনিময়

করোনা মহামারি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তপ্ত

বাক্যবিনিময় হয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস করোনা মোকাবিলায় ব্যর্থতার কথা তুলে ধরার পর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এই বিতর্কে জড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। মহামারি মোকাবিলায় বিশ্ব নেতৃত্বের ব্যর্থতার কথা তুলে ধরতে গিয়ে গুতেরেস বলেন, বৈশ্বিক প্রস্তুতি, সহযোগিতা, ঐক্য ও সংহতির অভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং প্রায় ১০ লাখের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। ৩ কোটি ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস আরো বলেন, মহামারি আন্তর্জাতিক সহযোগিতার পরীক্ষা। যে পরীক্ষা ব্যর্থ হয়েছে। জলবায়ু সংকটও যদি একইভাবে এগিয়ে আসে তাহলে আমার আশঙ্কা পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বে করোনা ‘প্লেগ’ ছড়িয়ে দেওয়ার জন্য চীনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির পক্ষ থেকে মহামারির অবনতির জন্য বেইজিংকে দায়ী করা হচ্ছে। তবে চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে।

নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল বৈঠকে মার্কিন দূত কেলি ক্রাফটের এই অভিযোগ পুনরায় তুলে ধরলে তা খারিজ করে চীনা দূত ঝ্যাং জুন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, যথেষ্ট হয়েছে। আপনারা ইতোমধ্যে বিশ্বের জন্য অনেক সংকট তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রে মনে করে অন্যকে দোষারোপ করে কারো সংকটের সমাধান হয় না। ইংরেজিতে দেওয়া ভাষণে চীনা দূত বলেন, বিশ্বের সবচেয়ে উন্নত মেডিকেল টেকনোলজি ও ব্যবস্থা থাকার পরও কেন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটছে।

যদি কাউকে দায়ী করতে হয় তাহলে তা কয়েকজন মার্কিন রাজনীতিককে নিজেদের দায়ী করতে হবে। রাশিয়ার দূত তার এই অবস্থানকে সমর্থন জানালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চীন-মার্কিন উত্তেজনা মহামারিতে আরো বৃদ্ধি পেয়েছে। মহামারি পরিস্থিতিতে চীনের প্রভাব বৃদ্ধিকে ওয়াশিংটনের প্রথাগত নেতৃত্বের জন্য হুমকি হিসেবে মনে করা হচ্ছে। নিরাপত্তা পরিষদের বৈঠকে বিভিন্ন দেশের দূতদের সমালোচনা করেন মার্কিন দূত ক্রাফট। তিনি বলেন, আপনাদের সবার লজ্জা হওয়া উচিত। আজকের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আমি হতবাক ও মেনে নিতে পারছি না। এই পরিষদ নিয়ে সত্যিই আমি লজ্জিত। এই পরিষদের সদস্যরা চলমান সংকট নিয়ে কথা বলার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। কী একটা অবস্থা! কূটনীতিকরা জানান, মার্কিন দূতের কথা বলার ভঙ্গিতে তারা ধাঁধায় পড়ে যান। চীনা দূত কথা বলার আগেই ক্রাফট বৈঠক ছেড়ে চলে যান। এক কূটনীতিক নাম প্রকাশ না করে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মোটামুটি একটি ঐকমত্যের অধিবেশন শেষে ক্রাফট ছিলেন খুবই আক্রমণাত্বক।

জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত ন্যান্সি সোডারবার্গ বলেন, বিশ্ব রাষ্ট্রের মূল কেন্দ্র এই সংস্থা। নিরাপত্তা পরিষদের এই পরিস্থিতি প্রমাণ করে করোনা মোকাবিলায় বৈশ্বিক ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে। তিনি আরো বলেন, এটি এমন অবস্থায় পৌঁছে গেছে যেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। সব দেশের নিজেদের স্বার্থে একসঙ্গে কাজ করা উচিত এবং নিজেদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া উচিত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কোনো নাম উল্লেখ না করে বলেছেন, মহামারি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভাজন গভীর করেছে। তিনি বলেন, আমরা দেখছি বিভিন্ন দেশ নিজেদের সংকীর্ণ স্বার্থের জন্য চলমান পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ি আরো ভালো সমন্বয় ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close