আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর, ২০২০

সুপ্রিম কোর্টে ট্রাম্পের পছন্দের প্রার্থী

যুক্তরাষ্ট্রে সদ্য প্রয়াত বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের স্থলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীর নিয়োগ নিয়ে সিনেটে ভোটের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন রিপাবলিকানরা। ট্রাম্পের পছন্দের প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে এ বছরই সিনেটে ভোট অনুষ্ঠানের পক্ষ সমর্থন করেছেন ইউটাহর রিপাবলিকান সিনেটর মিট রমনি। তার এই সমর্থনের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টি ভোটের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ৫১ সমর্থন পেয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ডেমোক্র্যাটরা এবছর সুপ্রিম কোর্টে ট্রাম্পের নিয়োগ নিয়ে সিনেটে ভোটাভুটির বিপক্ষে। তাদের এই বিরোধিতার মধ্যেই রিপাবলিকানদের ভোটের পথে একধাপ এগিয়ে যাওয়ার এই পদক্ষেপ আরো তিক্ত রাজনৈতিক লড়াইয়ের পট প্রস্তুত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, তিনি শনিবারই তার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ দেওয়াটা রাজনৈতিক সিদ্ধান্তে হয়ে থাকে। প্রেসিডেন্টই নিজের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেন। এরপর সিনেটের ভোটে সেই প্রার্থীর নিয়োগ নিশ্চিত হতে হয়। গিন্সবার্গের মৃত্যুতে সর্বোচ্চ আদালতের খালি হওয়া বিচারপতির আসন পূরণ নিয়ে এরই মধ্যে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের তুমুল রাজনৈতিক বিরোধের সূত্রপাত হয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত নারী বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ গত শুক্রবার ৮৭ বছর বয়সে মারা যান। নভেম্বরের আসন্ন নির্বাচনের আগে দিয়ে তার মৃত্যু ডেমোক্র্যাটদের জন্য দুঃসংবাদ হিসেবে হাজির হয়েছে। গিন্সবার্গের উত্তরসূরি নিয়োগে ট্রাম্পের তাড়াহুড়োয় শঙ্কিত ডেমোক্র্যাটরা। তাদের আশঙ্কা, রিপাবলিকানরা এমন একজনকে মনোনয়ন দেবে, যার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা কয়েক দশকের জন্য নিশ্চিত করে ফেলবে। তা সম্ভব হলে আগামী কয়েক দশকের জন্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের অনুকূলে থাকার সুবিধা পাবে রিপাবলিকানরা। সে কারণে, রিপাবলিকানরা দ্রুতই এ পদে নিয়োগ দিতে আগ্রহী। আর ডেমোক্র্যাটরা তা ঠেকাতে চাইছে। সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল সিনেটের ভোট নভেম্বরে নির্বাচনের আগেই সেরে ফেলতে দৃঢ়সংকল্প।

তবে সেই ভোট অনুষ্ঠানের জন্য সিনেটে যথেষ্ঠ রিপাবলিকান সমর্থন মিলবে কিনা তা নিয়ে এ সপ্তাহজুড়েই প্রশ্ন ছিল। মধ্যপন্থি দুজন রিপাবলিকান নির্বাচনের এই বছরে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে নিয়োগ দিতে রাজি ছিলেন না। ট্রাম্পের সমালোচক রমনিও সমর্থন নাও দিতে পারেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু মঙ্গলবার ইউটাহর সিনেটর রমনি এক বিবৃতিতে বলেছেন, সংবিধান প্রেসিডেন্টকে প্রার্থী মনোনয়নের ক্ষমতা দিয়েছে এবং সিনেটকে এ ব্যাপারে পরামর্শ ও অনুমতি দেওয়ার কর্তৃত্ব দিয়েছে। সে অনুযায়ী আমি সংবিধান অনুসরণ করা এবং প্রেসিডেন্টের মনোনীত প্রার্থীকে বিবেচনায় নিতে ইচ্ছুক। মনোনীত প্রার্থী সিনেটে এলে তার যোগ্যতার ভিত্তিতেই আমি ভোট দিতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close