আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২০

যুক্তরাষ্ট্রের টিকটক চুরি মানবে না চীন

‘কোনো প্রযুক্তি কোম্পানির ‘চুরি’ হয়ে যাওয়া মেনে নেবে না চীন এবং সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন কার্যক্রম মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিতে বাইটড্যান্সের ওপর ওয়াশিংটন যে চাপ দিচ্ছে বেইজিং তার জবাব দিতে সক্ষম। গত মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা চায়না ডেইলির এক সম্পাদকীয়তে এই হুশিয়ারি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ওয়াশিংটনের অন্তঃসারশূন্য ‘আমেরিকা প্রথম’ দর্শনের পরিণতিতে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোকে ভয় দেখাচ্ছে যুক্তরাষ্ট্র এবং প্রযুক্তির রাজ্যে নতি শিকার অথবা মারণ লড়াই ছাড়া চীনের আর কোনো পথ খোলা নেই। চায়না ডেইলির সম্পাদকীয়তে বলা হয়েছে, মার্কিন প্রশাসন যদি তাদের পরিকল্পনা অনুযায়ী ধ্বংসযজ্ঞ চালিয়ে যায় এবং দখল করে নেয়, তাহলে এর জবাব দেওয়ার অনেক উপায় আছে চীনের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close