আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২০

তিন গুণ বেশি গম আমদানি করছে চীন

খাবারের চাহিদা পূরণের জন্য গম আমদানি ব্যাপক হারে বাড়িয়ে দিচ্ছে চীন। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকেও গম আমদানির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে বেইজিং। চলতি বছরের জুন থেকে ১২ মাসের মধ্যে ৬ মিলিয়ন টন গম কেনার পরিকল্পনা করছে চীন। অথচ গত বছর একই সময়ে এর চেয়ে অনেক কম গম আমদানি করেছে দেশটি। এবার আমদানির লক্ষমাত্রা গত বছরের তুলনায় ৪ মিলিয়ন টন বেশি।

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সয়াবিন তেল আমদানি করে চীন। জনগণের চাহিদা পূরণের জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনেছে চীন। জানা গেছে, গমের চাহিদা পূরণে ফ্রান্স, লিথুয়ানিয়া থেকে কেনার কথা হচ্ছে। যদিও রাশিয়া ও কাজাকিস্তান নিজের থেকেই অতিরিক্ত গম বিক্রি করতে চেয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাৎসরিক আমদানির কোটা পূরণের ব্যাপারে ব্যাপক চাপে রয়েছে চীন। আমদানি করা সেসব পণ্যের মধ্যে চাল ও ভুট্টা রয়েছে। চীনের উত্তরাঞ্চলের কৃষকরা লাভের আশায় শাকসবজি ও অন্যান্য ফলস ফলাচ্ছে। ফলে সেসব এলাকায় গম উৎপাদন ব্যাপক হারে কমে গেছে। যদিও গম চাষের ব্যাপারে সরকারিভাবে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। তারপরও দিনকে দিন গম চাষ কমে যাচ্ছে। ভুট্টার দামও গত পাঁচ বছরের তুলনায় অনেক বেশি। শূকর ও মুরগির খাবারের চাহিদা পূরণের জন্য ব্যাপক হারে ভুট্টার প্রয়োজন হয় চীনে। কিছু এলাকায় গমের চেয়ে ভুট্টার দাম বেশি। সামনের বছরগুলোতে গম ও ভুট্টার চাহিদা আরো অনেক বেড়ে যেতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close