আন্তর্জাতিক ডেস্ক

  ১০ অক্টোবর, ২০১৯

শি-মোদি বৈঠক ১১-১২ অক্টোবর

ভারতের প্রথানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি সপ্তাহের শেষ দিকে চেন্নাইয়ে অনানুষ্ঠানিক এক শীর্ষ সম্মেলনে মুখোমুখি হবেন বলে দেশ দুটি জানিয়েছে।

শুক্র ও শনিবারের এ শীর্ষ সম্মেলনে দুই নেতা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং চীন-ভারত উন্নয়ন অংশীদারত্ব নিয়ে কথা বলবেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোদি ও শি গত বছর চীনের উহানে প্রথমবারের মতো অনানুষ্ঠানিক এক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন। নানাবিষয়ে কূটনৈতিক টানাপোড়েন ও কাশ্মীর ঘিরে বিতর্কের মধ্যেই দুই দেশ দ্বিতীয়বারের মতো ওই সম্মেলন করতে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চেন্নাইয়ের অনানুষ্ঠানিক সম্মেলনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়ার এবং ভারত-চিন ঘনিষ্ঠ উন্নয়ন অংশীদারত্বকে আরো গভীর করার বিষয়ে মতবিনিময় করার সুযোগ রয়েছে, বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত আগস্টে তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অংশের বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্র শাসিত এলাকায় ভাগ করে দেয়। এ সিদ্ধান্ত প্রতিবেশী পাকিস্তান ও তাদের মিত্র হিসেবে পরিচিত চীনের নিন্দা কুড়ায়। দেশ দুটি নয়াদিল্লির এ সিদ্ধান্তকে জাতিসংঘেও নিয়ে যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি কাশ্মীর পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চীন সফর করেছেন। ওই সফরের সময়ই বেইজিং কাশ্মীরসহ দ্বিপক্ষীয় সকল সমস্যার সমাধানে নয়াদিল্লি ও ইসলামাবাদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close