নাটোর প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

নাটোরে বিএনপি নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

নাটোরে জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে শহরের কানাইখালী মহল্লার ডিউকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জানালার গ্লাস ও এসি ভেঙে যায়।

মিজানুল হক ডিউক বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কখনো এমন ঘটনা ঘটেনি। গত রাতে (সোমবার) হঠাৎ করেই কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন এসে তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বাড়ির জানালার গ্লাস ও এসি ভেঙে যায়। এ সময় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে তিনি পুলিশকে খবর দেন। জেলা বিএনপির নবগঠিত কমিটির পদবঞ্চিত নেতা বা তাদের সমর্থকরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ তার। এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close