প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুসহ ৮ জন নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। এছাড়া ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে ২ জন, ঝিনাইদহে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী, নাটোরে বাসের ধাক্কায় আবুল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী ও সিদ্ধিরগঞ্জে একজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌরশহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা তিনজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আবদুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়া এলাকার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তারা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় একটি ঢাকা কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিবচর (মাদারীপুর) : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে ২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার মুন্সি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে। শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় ১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি আমাদের থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয় তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। পরে ১ ঘণ্টা পরে আরেকজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়।

মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে চিকিৎসা নিতে যাওয়ার পথে বাসচাপায় মারা গেছেন নাজিম উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী। গতকাল সোমবার সকালে খালিশপুর-জীবননগর মহাসড়কের গোয়ালহুদা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।

ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, চিকিৎসা নেওয়ার জন্য খালিশপুর বাজারে যাওয়ার পথে বাসচাপায় তিনি মারা গেছেন।

নাটোর : নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় বাসের ধাক্কায় আবুল হোসেন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। গতকাল সোমবার শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার শোলাকুড়িয়া গ্রামের রবি মিয়ার ছেলে। তিনি একটি ভেটেরিনারি ঔষধ কোম্পানিতে নাটোরে কর্মরত ছিলেন।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরমিন নামে আরো একজন আহত হয়েছেন।

গতকাল সোমবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি ১০ পাইপ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় দ্বীন ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দ্বীন ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হারুন সর্দারের ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close