টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু কাল আখেরি মোনাজাত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গতকাল সোমবার বাদ ফজর পারস্পরিক আলোচনা ও মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামীকাল বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় ধাপ শেষ হবে। এরপর ৯ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সা’দ আহমাদ কান্ধলভির অনুসারীদের ওই পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি, রবিবার।
গতকাল সোমবার বাদ ফজর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর থেকে বয়ান, জিকির ও আলোচনা চলতে থাকে। টঙ্গীর তুরাগ পাড় ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন খিত্তায় ঈমান, আমল ও দ্বীনি বিষয়ের ওপর জোহরের নামাজ পর্যন্ত বয়ান করেন ওলামা একরামরা। এছাড়াও বিভিন্ন আলোচনা ও মাসোয়ারার মাধ্যমে নজম জামায়াতের কর্মসূচি পরিচালিত হয়। বাদ জোহর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, বাদ আসর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল হক, বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট। এছাড়াও উপস্থিত ছিলেন তুরস্কের মাওলানা ইউসুফ হামিদ, মালয়েশিয়ার মাওলানা ইবরাহিম আনসারী এবং দক্ষিণ আফ্রিকার মাওলানা ইসমাইল দাউদ।
এর আগে রবিবার গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রাজধানীর পাশেই টঙ্গীর তুরাগ নদের তীরে গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় আকাশ-বাতাস।
শূরায়ে নেজামের অনুসারীদের আখেরি মোনাজাতে মহান রাব্বুল আলামিনের কাছে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য, মুক্তি, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করা হয়।
রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রের তিন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।
বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা ভারতের মুসল্লি আবদুল করিম বলেন, আমি প্রতি বছরই ইজতেমায় আসার চেষ্টা করি। এখানে এসে আমরা ইসলামের দাওয়াতি কার্যক্রম সম্পর্কে নতুন কিছু শিখতে পারি। বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এটি এক অনন্য মিলনমেলা।
বাংলাদেশের মুসল্লি মাওলানা হারুন উর রশিদ বলেন, ইজতেমা শুধু দাওয়াত ও তাবলিগের জন্য নয়, এটি আমাদের আত্মশুদ্ধির বড় সুযোগ। আমরা এখানে এসে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত কাল বুধবার অনুষ্ঠিত হবে।
বিদেশিদের অংশগ্রহণ : বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবউল্লাহ রায়হান জানান, সোমবার দুপুর পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দানে ৭২টি দেশ থেকে ৩ হাজার ২৫৬ জন বিদেশি মুসল্লি উপস্থিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে।
নিরাপত্তা ব্যবস্থা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজ থেকে দ্বিতীয় ধাপ শুরু হলো। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, ২৩৫টি সিসিটিভি ক্যামেরা ও বাইনোকুলার দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল মোনাজাতের সময় পাবলিকের ড্রোনের ধাক্কায় বেলুন ফেটে আতঙ্ক সৃষ্টি হয়। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।
বিশেষ ট্রেন ব্যবস্থা : বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন ব্যবস্থা চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রাকিব হাসান।
"