প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেটে প্রাইভেট কারের ৫ যাত্রীসহ সড়কে নিহত ১১

সিলেটে ট্রাকের চাপায় গতকাল রবিবার সকালে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর টিকাটুলী, জয়পুরহাট, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বাগেরহাটে গত শনিবার সন্ধ্যায় ইজিবাইকের চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

সিলেট : ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ঊনিশ মাইল এলাকায় ট্রাকের চাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিন বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান।

নিহতরা হলেন-ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার সায়মা আক্তার ইতি (৩৫), শামীমা ইয়াসমিন (৩৮) ও আয়ান (৬), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মোগড়াপাড়া এলাকার বাসিন্দা কারচালক সোহেল ভুঁইয়া (৩৮)। অপরজনের নাম জানা যায়নি।

আশরাফুজ্জামান জানান, প্রাইভেটকারটি সিলেট থেকে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। সুরতহাল প্রস্তুত শেষে নিহতদের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরো জানান, ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৮৫৭) এবং সিলেটমুখী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২৯-৬৮৩০) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজন মেহেদি হাসান বলেন, ‘নিহতদের ময়নাতদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছি। নিহতরা সবাই প্রাইভেটকার নিয়ে সিলেটের পর্যটন এলাকা দেখার জন্য গত শনিবার রাতে রওনা হয়েছিল।’

ঢাকা : রাজধানীর টিকাটুলির অভিসার সিনেমা হলের সামনের সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মরিয়মের স্বামী স্বপন জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় তাদের গ্রামের বাড়ি। তারা টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। তার পাশেই স্বপন স্টোর নামে একটি মুদি দোকান রয়েছে তার। তাদের দুই ছেলেসন্তান রয়েছে। স্বপন আরো বলেন, দুপুরে বাসা থেকে তার দোকানে এসেছিলেন মরিয়ম। এরপর কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বাজার করার উদ্দেশ্যে আবার রওনা হয়েছিলেন। তার কিছুক্ষণ পর মরিয়মের ফোন থেকে কল করে তাকে জানানো হয়, একটি গাড়ি মরিয়মকে ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি সিনেমা হলের সামনে গিয়ে দেখেন, একটি মাইক্রোবাস দাঁড় করানো এবং জানতে পারেন মরিয়মকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেলে এসে মরিয়মকে মৃত অবস্থায় দেখতে পান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জয়পুরহাট : জয়পুরহাটে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই পৌরশহরের ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে চালকের লাশ উদ্ধার করেন। নিহত ট্রাকচালক এনামুল হক জয়পুরহাট শহরের আল হেরা একাডেমি নগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ওসি জাহিদ হোসেন।

ফেনী : ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিন নামে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টায় মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মোড়ে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিজাম উদ্দিন নিহত হয়েছেন এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পুলিশ ও স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ফেনী সদর হাসপাতালের আরএমও আসিফ ইকবাল জানান, নিহতের লাশ মর্গে রয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : কারো রক্ত লাগবে-এমন ফোন দিলে ছুটে যেত রক্তে দিতে। এরকম একজন রোগীকে রক্ত দিতেই ছুটে যাচ্ছিল। মোটরসাইকেলযোগে সলিমগঞ্জের পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান শিহাব (২৫)। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ মাইক্রো গ্যারেজের সামনে। শিহাব পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।

নবীনগর সদর হাসপাতালে চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই মারা যায়। উন্নত চিকিৎসার জন্য বোরহানকে ঢাকা পাঠানো হয়েছে। ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাবের বাবা-মা প্রায় সময় অসুস্থ থাকত। সে তার বাবা-মাকে নিয়ে ব্যস্ত থাকত। কেউ ফোন দিলে রক্ত দিতে ছুটে যেত।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, দুই চাচাতো ভাই বাড়ি থেকে একটি মোটরসাইকেলে উপজেলার পশ্চিমাঞ্চলের সলিমগঞ্জের দিকে যাচ্ছিলেন। কিন্তু সামান্য দূরে যাওয়ার পরই আলীয়াবাদ পুরান গ্যারেজের কাছে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায়।

বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরো তিন যাত্রী। গত শনিবার বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক সড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইকের চালক মজনু মোল্লা (৪৪) ও তার বোন সুমি বেগম (৩৫)। আহতরা হলেন- সুমি বেগমের চার মাস বয়সি শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) এবং সিয়াম খান (৩৫)। হতাহতদের বাড়ি উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close