বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে কৃষক লীগ নেতাকে পুলিশে সোপর্দ

নাটোরের বড়াইগ্রামে উপজেলা কৃষক লীগের নেতা রবিউল করিম পিন্টু (৩২)’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বেঁধে রাখে স্থানীয়রা। পরে একটি হাসুয়া ও পেট্রোলভর্তি সেভেনআপের তিনটি কাচের বোতলসহ পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মৌখাড়া বাজারে তাকে বাজার সেডের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। এসময় তার হাতে লম্বা হাসুয়া ও সামনে পেট্রোলভর্তি তিনটি বোতল দৃশ্যমান ছিল।
জানা যায়, মৌখাড়ার পাশে একটি নির্মাণাধীন ব্রিজে গিয়ে চাঁদা দাবি করে রবিউল করিম পিন্টু। পরে স্থানীয়রা ধরে এনে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দিয়ে তাকে সোপর্দ করে। উপজেলা কৃষক লীগের সভাপতি রুবেল বালী জানান, রবিউল করিম পিন্টু উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক। তার বাড়ি উপজেলার মাঝগাঁও আগ্রান এলাকায়। তাকে অবৈধভাবে হেনস্তা করা হয়েছে। বড়াইগ্রাম পৌর ছাত্রদল নেতা আজাদুল ইসলাম জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের একটি নির্মাণাধীন ব্রিজে কর্মরত শ্রমিকদের কাছে চাঁদা দাবি করায় এবং পাশে একটি ভেকু পুড়িয়ে দেওয়ার মতো নাশকতা চালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা রবিউল করিম পিন্টুকে আটক করে। তার সঙ্গে আরো যারা ছিল তারা পালিয়ে গেছে। পরে তার কাছ থেকে পাওয়া ৪৫ ইঞ্চি লম্বা হাসুয়া ও পেট্রোলভর্তি তিনটি কাচের বোতলসহ তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, আমি বাইরে আছি। তবে রবিউল করিম পিন্টুকে আটক করা হয়েছে তা আমি জানি। তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
"