সুনামগঞ্জ প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

চারদিকে ধোঁকাবাজি দেখে দেখে দেশের মানুষ তিক্ত-বিরক্ত

ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চারদিকে ধোকাবাজি দেখতে দেখতে মানুষ এখন ক্লান্ত, হাতাশ। সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন। তার বিছানার অভাব ছিল না। তার সৎসাহসের, সততার, মানবতাবোধ, স্বচ্ছতার অভাব ছিল। সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে-জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে। তিনি বলেন, অন্যদিকে সাড়ে ১৫ বছর দারুণভাবে দাপিয়ে বেড়িয়েছেন একজন। মাঝে মধ্যে তিনি বিনাটিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন। আল্লাহ তার বিচার করেছেন। তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন, আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন। এখন তাদের অনেকে বিনাভিসা ও টিকিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় তিনি এমন মন্তব্য করেন। জামায়াতের আমীর বলেন, জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন, তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট, মিশন ও ভিশন থাকতে হবে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত-বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, আমরা গুম-খুনের বিচার এজন্য আগে চাই ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে। সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল্লাহ ও সাবেক ছাত্রশিবির নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close