নিজস্ব প্রতিবেদক
বিয়ে করলেন সারজিস আলম

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম। গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও বিষয়টি নিশ্চিত করেন। তবে কনে সম্পর্কে কেউ কিছু জানাননি।
ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বরের সাজে থাকা সারজিসের সঙ্গে উপস্থিত অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা মাহফুজ আলম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে আরো আছেন হাসনাত আবদুল্লাহসহ আরো অনেকে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড আইডিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’
হাসনাত আবদুল্লাহও শুভেচ্ছা জানিয়েছেন নববিবাহিত সারজিস আলমকে। তিনি লেখেন, ‘অভিনন্দন বন্ধু সারজিস। তোমার জীবন ভালোবাসায় ভরে উঠুক। একসঙ্গে সুন্দর মুহূর্তগুলো উপভোগ কর- এ কামনা করছি।’ সারজিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব।
সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্যপদে জয়লাভ করেছিলেন। সারজিস ছাত্রজীবনে নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবেও প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সারজিস আলম।
"