প্রতিদিনের সংবাদ

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

সাত জেলায় সড়কে নিহত ১৭

সাত জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। গতকাল শুক্রবার সকালে রংপুরে পৃথক বাসচাপায় ৫ জন, কুষ্টিয়া ও ময়মনসিংহে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া, বগুড়া, চাঁদপুর ও টাঙ্গাইলে একজন করে নিহত হয়েছেন। জামালপুরে গত বৃহস্পতিবার রাতে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর : শীতের সকালে রংপুরের সড়কে ঝরল পাঁচ প্রাণ। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। জানা গেছে, রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় নাইট কোচের চাপায় মাহেন্দ্র গাড়ির ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ওসি আবদুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে রংপুর থেকে মাহেন্দ্র গাড়িতে করে কয়েকজন যাত্রী কুড়িগ্রামের উলিপুরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নাইট কোচ দ্রুতবেগে এসে মাহেন্দ্রকে চাপা দিলে ওই গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন- রংপুরের কাউনিয়ার শাহিন আলম ও কুড়িগ্রাম জেলার উলিপুরের রমজান আলী। অপর জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছেন। অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের পীরগঞ্জের বড়দরগা বাজারে যাত্রী তুলতে থামে একটি বাস। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসে ওঠার অপেক্ষায় থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তারা সবাই সিএনজির যাত্রী। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রীসহ সিএনজিটি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়া খাতুন নামে সিএনজিযাত্রী ও সিএনজিচালক ঘটনাস্থলেই নিহত হন।

ময়মনসিংহ : ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল মিয়ার ছেলে আবির হোসেন (২৩) ও পুরোহিতপাড়ার ইউসুফ আলীর ছেলে মেহেদী হাসান (২০)। সম্পর্কে তারা বন্ধু ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম। তিনি জানান, দুই বন্ধু আবির ও মেহেদী শহর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বাইপাস মোড় এলাকার দীঘারকান্দায় যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বগুড়া : ঘন কুয়াশায় বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। গতকাল সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে আসছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের হেলপার নিহত হয়। এ সময় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বালু বহনকারী পিকআপভ্যানচাপায় নুরুল ইসলাম নুরু ভুঁইয়া (৪৫) নামে বাইকার নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের চৌরাস্তা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরু ভুঁইয়া ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউনিয়নের ষোলদানা গ্রামের আজিম ভুঁইয়াবাড়ির আবুল বাশার ভুঁইয়ার ছেলে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, বালু বহনকারী পিকআপভ্যানটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল : টাঙ্গ?াইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রা?কিব মোল্লা (২৮) বরিশালের লাকু?টিয়া এলাকার রুহুল আমীন মোল্লার ছেলে। তিনি মোটরসাইকেলযোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরীফ জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলটি মহাসড়কের পুং?লি এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাকিব মোল্লার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর : জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দিগপাইত করগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশারচালক আবদুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আবদুল করিম আলাল ও আলম মিয়া। গুরুতর আহত আমজাদ হোসেন নামে এক যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাকে একটি ড্রামট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নিলে আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close