এম এ বাসেত, তেঁতুলিয়া (পঞ্চগড়)
তেঁতুলিয়ায় ফুটেছে টিউলিপ ফুল

তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় একখণ্ড জমিতে ফুটেছে বিদেশি বাহারি প্রজাতির টিউলিপ ফুল। জানা যায়, শীতপ্রধান অঞ্চলের বসন্তকালীন ফুল টিউলিপ। বৈজ্ঞানিক নাম ‘টিউলিপা’। যা নেদারল্যান্ডসে’ এ টিউলিপ ফুল জন্মায়। অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল উৎপাদনকারী উদ্ভিদ। এটি বাগানে কিংবা কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিকভিত্তিতে চাষ করা হয়। ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য। বর্ষজীবী ও কন্দযুক্ত প্রজাতির এ গাছটি লিলিয়াসিয়ে পরিবারভুক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং অসংখ্য শংকর জাত রয়েছে। সাধারণভাবে বিভিন্ন ধরনের হাইব্রিডসহ টিউলিপের সকল প্রজাতিকেই টিউলিপ নামে ডাকা হয়। এর বীজগুলো ঠিক পেঁয়াজের মতো। রোপণের ২১-২২ দিনের মধ্যে চারা গজিয়ে ফুল এসে যায়।
পর্যটনে ইকো ট্যুরিজমকে বাস্তবায়নে চার বছর ধরে প্রান্তিক নারীদের হাতে বিদেশি ফুল চাষ করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও)। প্রতি বছরের ন্যায় এ বছরও ৯টি প্রজাতির বাহারি টিউলিপ ফুল চাষ হয়েছে তেঁতুলিয়া সদর ইউপির দর্জিপাড়া গ্রামে। মশারি নেট দিয়ে মোড়ানো একখণ্ড জমিতে বাগানে সারি সারি লাইনে সবুজ পাতার মাঝে টিউলিপ ফুলের কলি বের হচ্ছে। টিউলিপের ৯টি প্রজাতি হলো-সানি রাজকুমার, পিঙ্ক আর্ডোর, প্যারেড, অক্সফোর্ড, কমলা ভ্যাব বরলশ, ফেরডেক্স, অ্যাপেলডুম, ব্লাশিং এলিট ও মেস্টিক ভ্যান ইউজক। টিউলিপের সৌন্দর্যে তেঁতুলিয়া সীমান্তবর্তী দর্জিপাড়া গ্রাম যেন একখণ্ড নেদারল্যান্ডস বনে গেছে। এ টিউলিপ ফুল ঘিরে পর্যটন শিল্পে নতুনমাত্রা যোগ হয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া।
টিউলিপ চাষি দলের সদস্য রবিউল ইসলাম ও মুর্শিদা খাতুন জানায়, চতুর্থবারের মতো এ অঞ্চলে নেদারল্যান্ডসের রাজকীয় টিউলিপ আবাদ শুরু হয়েছে। প্রথমবার এ অঞ্চলে টিউলিপ চাষে সাফল্যের পর ধারাবাহিকভাবেই প্রতি বছর এখন ভারি শীত মৌসুমে এ ফুলের আবাদ করে আসছি। গত তিন বছর ধরে আমাদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে ইএসডিও সংস্থাটি। এবার ফুল চাষের পাশাপাশি ইকো ট্যুরিজম হিসেবে বিদেশে শাকসবজি আবাদ করেছি। ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স আইনুল হক বলেন, দর্জিপাড়ায় প্রান্তিক নারী উদ্যোক্তাদের নিয়ে টিউলিপ ফুলের আবাদ শুরু করেছি। বাগানে ফুল ফুটতে শুরু করেছে। আগামী জাতীয় দিবস ও বিশ্ব ভালোবাসা দিবস রাঙাবে আমাদের টিউলিপ।
ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার বলেন, নারী ক্ষমতায়ন বৃদ্ধিতে এ অঞ্চলের প্রান্তিক নারীদের সহযোগিতায় এ বছরও টিউলিপ আবাদ করেছি। ফুল ফোটার পেছনে গ্রামের প্রান্তিক নারীরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। তাদের হাতে ফোটা টিউলিপের নজরকাড়া সৌন্দর্যে পর্যটকদের মোহিত করছে।
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, বাংলাদেশের খামার পর্যায়ে চতুর্থবারের মতো তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামে টিউলিপ চাষ করা হচ্ছে। নেদারল্যান্ডস থেকে ব্লাব (বীজ) এলসি করে অনেকটাই চ্যালেঞ্জ ছিল। তবে ফুলগুলো অনেকদিন থাকবে। আশা করছি আগামী দুই মাস এ টিউলিপের রাজসিক সৌন্দর্য ও সৌরভ ছড়াবে সারা দেশে। বিশেষ করে টিউলিপ চাষে ব্যাপক পর্যটকের আগমনে আমাদের বিস্মিত করে।
"