বেনাপোল প্রতিনিধি

  ৩১ জানুয়ারি, ২০২৫

বেনাপোলে ৯ কোটি টাকার ডায়মন্ডের অলংকার উদ্ধার

ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনার সময় যশোরের শার্শা সীমান্তে ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি, ২টি পায়েল, একটি বেচলেট, তিনটি বালা, ১২টি নাকফুল এবং একটি ব্যাটারিচালিত ভ্যানসহ চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজার মূল্য নয় কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের মৃত শাহাদাত মোড়লের ছেলে ভ্যানচালক হাফিজুর (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে বলে বিজিবি দাবি করেছে।

গত বুধবার রাতে শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজিবি প্রেসনোটে জানিয়েছেন।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচভুলোট বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা চোরাচালানি মালামাল ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবে। এমন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট বিওপি’র টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। এসময় পাঁচভুলোট অভিমুখে ব্যাটারিচালিত একটি ভ্যানযোগে একজন ব্যক্তিকে আসতে দেখেন টহলদলের বিজিবি সদস্যরা। নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে হাফিজুরকে আটক করে তারা। পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭টি আংটি, ২টি পায়েল, একটি বেচলেট, তিনটি বালা, ১২টি নাকফুল এবং একটি ব্যাটারিচালিত ভ্যান আটক করে। যার বাজার মূল্য নয় কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

ডায়মন্ডের ওই অলঙ্কার যশোর ট্রেজারিতে এবং ভ্যানসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close