সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২৫

অগ্নিনির্বাপণে নতুন পদ্ধতি উদ্ভাবন

অগ্নিনির্বাপণে স্বল্প ব্যয়ের পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন করেছে বগুড়ার সোনাতলা উপজেলার মুজতাহিদুল ইসলাম। উদ্ভাবিত এ অগ্নিনির্বাপণ ব্যবস্থায় খুব স্বল্প খরচে পানির বিকল্প হিসেবে সহজলভ্য কেমিক্যালের ব্যবহার করা হয়। এ কেমিক্যাল সহজলভ্য ও খরচও কম। এতে সাধারণ মানুষ ও শিল্প প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে। সাধারণ স্প্রে মেশিনে এ কেমিক্যাল সংরক্ষণ করা যায়। মুজতাহিদুল ইসলামের উদ্ভাবিত পদ্ধতিতে তরল স্প্রে আগুনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ দেয়াল নির্মাণ করে। সেই দেয়ালের কারণে আগুন ছড়াতে পারে না। তখন দ্রুতই ঘটনার শিকার স্থাপনার ভিতরে ঢুকে নিরাপদে জানমাল উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে যে কেউ। তার তৈরি করা কেমিক্যাল অত্যন্ত নিরাপদ ও পরিবেশবান্ধব। ১৩ জানুয়ারি রাতে সোনাতলার সরকারি নাজির আখতার কলেজ মাঠে উদ্ভাবনটি তুলে ধরার জন্য একটি অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করেন মুজতাহিদুল ইসলাম। মহড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা অগ্নিপ্রতিরোধ দেয়ালের বিষয়টির সত্যতা পেয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বগুড়া জেলা কর্মকর্তা উপসহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল ও সোনাতলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবদুর রঊফ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা জানিয়েছেন, ‘মুজতাহিদের উদ্ভাবিত অগ্নিনির্বাপণ পদ্ধতিটি প্রাথমিকভাবে সঠিক মনে হয়েছে। যদি বিষয়টি আরো বৈজ্ঞানিক গবেষণায় শতভাগ সঠিক বিবেচিত হয় তবে তা বাংলাদেশের জন্য বিরাট সম্মান বয়ে আনবে।’

এ বিষয়ে তরুণ উদ্ভাবক মুজতাহিদুল ইসলাম বলেন, আমি ছোটবেলা থেকেই নানা উদ্ভাবনী কাজে যুক্ত। কয়েক বছর আগে ঢাকার চুড়িহট্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমি সামনে থেকে প্রত্যক্ষ করেছি। তখন থেকেই আমি বিষয়টি নিয়ে কাজ করছি। স্বল্প খরচে উদ্ভাবিত আমার এ তরল কেমিক্যালটি আগুন নির্বাপণে বিশেষত আগুনের বিরুদ্ধে শক্তিশালী নিরাপদ দেয়াল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভয়াবহ দাবানলের বিরুদ্ধেও এ কেমিক্যাল শতভাগ কার্যকরী ভূমিকা রাখবে। যদি সরকার এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দেয় তাহলে সকলেই অল্প অর্থে নিরাপদে পরিবেশবান্ধব এ কেমিক্যাল বাড়িতে রেখে প্রয়োজন অনুযায়ী অগ্নিনির্বাপণ করতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close