বাকৃবি প্রতিনিধি
বাকৃবি
নিজ কার্যালয়ে কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) মোহাম্মদ মোস্তাইন কবীর ওরফে সোহেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কার্যালয়ে একটি ফ্যান ঝোলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় সোহেলকে দেখতে পান সহকর্মীরা। পরে খরব দেওয়া হলে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা কর্মকর্তা সোহেলের মৃত্যুর ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে এটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হয়েছে। এর স্বপক্ষে সুইসাইড নোট, মোবাইল ফোনসহ আরো কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারব।’ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, ‘সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিতে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। সোহেল যে টেবিলের ওপর উঠেছিলেন, সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে সেই টেবিল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন তিনি।’
"