প্রতিদিনের সংবাদ ডেস্ক
গুম হওয়া নাগরিকের সন্ধান চায় ছাত্রদল
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও অন্য সব নাগরিকদের সন্ধান দাবিতে এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এ দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। এসময় এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, নুরুরদ্দিন, রাফিজসহ শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী।
মানববন্ধনে নেতাকর্মীদের হাতে ‘আমার মাটি আমার মা, আয়নাঘর হবে না’, ‘মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিচার চাই’, ‘গণহত্যাকারী হাসিনার ফাঁসি চাই’ ‘গুমের শিকার সকালের সন্ধান চাই, ইলিয়াস আলীকে ফেরত চাই’, ‘চৌধুরী আলমকে ফেরত চাই’- ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছিল। তারা শুধু হত্যাকাণ্ডের মধ্যেই থেমে থাকেনি, গণহত্যা চালিয়েছে। যাদের গ্রেপ্তার করা হতো, তাদের নিয়ন্ত্রণে নিতে না পারলে গুম করা হতো। পুরো বাংলাদেশকে গুমের রাজ্যে পরিণত করেছিল এ ফ্যাসিস্ট সরকার। এ গুমের শিকার হয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীও।
তিনি বলেন, আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার দেখতে চাই। আমরা শত শত ভাইবোনদের আহাজারি সহ্য করতে পারছি না।
শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, খুনি হাসিনা ২৬৯৯ জনকে বিনাবিচারে হত্যা করেছে, ১৬৭৭ জন বিএনপিরসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা কারাগারে মৃত্যুবরণ করেছেন, ৬৭৭ জন গুমের শিকার হয়েছেন, সিলেটের এম ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলম ছাড়াও সুমন ও সুজনের খোঁজ এখনো পাওয়া যায়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের নেতাকর্মীরা দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মানববন্ধন করেন। এতে ছাত্রদল কর্মী নাইম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মনির হোসেন এবং ছাত্রদল কর্মী রাহাত জামান ও মারুফ বিল্লাহ।
এসময় বক্তারা আওয়ামী আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ছাত্রদলের যেসব নেতাকর্মীদের গুম করা হয়েছে তাদের ফিরিয়ে আনতে সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ শাখার আয়োজনে সকাল সাড়ে ১১টায় ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের বিচারের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন আহমেদ মুন, সদস্য সচিব মো. লিখন সরকার, ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল রানা পিন্টু, ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।
ঝালকাঠির রাজাপুরে বেলা ১১টায় রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেটের সামনে মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। সেখানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু নাঈম, সদস্য মাহিম, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌহিদুল রহমান খান তামান, সাংগঠনিক সম্পাদক মো. সজীব হোসেন বাপ্পি, সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজীব, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক মিজানসহ ছাত্রদলের অন্যান্য নেতারা।
ময়মনসিংহের গৌরীপুরে দুপুরে গৌরীপুর সরকারি কলেজ ফটকের সামনের সড়কে উপজেলা, পৌর ও গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে মানববন্ধন হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিকু সরকার। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক। বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, মহিউদ্দিন তালুকদার আকাশ, জাহাঙ্গীর আলম মিলন, সদস্য তৌহিদুল ইসলাম সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা আনোয়ারুল হক শাওন, শাহীন আলম, সৌরভ সরকার, আশিকুর রহমান, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিফ প্রমুখ।
"