বেনাপোল প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৪

বেনাপোলে যাত্রীসেবা স্বাভাবিক

যশোরে বেনাপোল বন্দরের চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোলে আবারো প্রতিবাদী পদযাত্রার ডাক দিয়েছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ এলাকার সনাতনী হিন্দু ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন। গতকাল সোমবার সকালে বনগাঁ রাখালদাস হাইস্কুলের সামনে থেকে বনগাঁ পেট্রাপোল চেকপোস্ট পর্যন্ত তাদের দলের সমর্থকরা পদযাত্রা করেন। তবে গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে এ স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রী অনুষঙ্গিক কাজকর্ম ভালোভাবেই চলছে। ভারতগামী যাত্রীরা দাঁড়িয়ে আছেন ভিড় করে। আমদানি-রপ্তানি কার্যক্রমও চলছে স্বাভাবিক গতিতে।

পেট্রাপোলের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার

প্রতিবাদে প্রতিবাদী পদযাত্রার ডাক দিয়েছে হিন্দু ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন। নানান ঘটনায় সীমান্ত এলাকায় উত্তাপ বাড়ানোর চেষ্টা করছে একটি মহল। বন্দর ব্যবহারকারীরা তাতে সমর্থন দিচ্ছেন না। এর আগে গত ২ ডিসেম্বরও বাংলাদেশে হিন্দুদের নির্যাতন এবং ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে ভারতের পেট্রাপোল বাসস্টান্ড থেকে পশ্চিমে প্রধান সড়কে ‘পেট্রাপোল চলো’ নামে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেই সমাবেশে বাংলাদেশে রপ্তানির বন্ধের হুঙ্কার দেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী। নানান হুমকির পরও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

গত রবিবার বিকেলে ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসা কয়েকজন পাসপোর্টধারী যাত্রী জানান, তারা হাসপাতাল ও হোটেলে ভালোভাবে ছিলেন। কেউ কোনো বাজে কথা বা ব্যবহার করেননি। তবে ট্রেনে আসার সময় কয়েক ভারতীয় যুবক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বাংলাদেশে অনেক ডাক্তার আছে এদেশে আসার দরকার নেই। না হলে পাকিস্তানে গিয়ে ডাক্তার দেখাতেও বলেছেন। এমন এক পরিস্থিতি যে ট্রেন থেকে নামিয়ে দিতে পারলে ভালো হয়। আমরা চুপচাপ ছিলাম বলে ওরা আর কথা বাড়ায়নি।

বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক সজিব দাস, গৌতম দাস, সুবির সরকার বলেন, আগের থেকে বর্ডার একটু কড়া। তবে মালামাল রপ্তানিতে আমাদের কোনো বাধা সৃষ্টি করেনি কেউ। বেনাপোল বন্দর এলাকায় সবাই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বলেন, বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। রবিবার বেনাপোল বন্দর দিয়ে ৪৯৮ ট্রাক পণ্য আমদানি হয়েছে ভারত থেকে। আর ভারতে রপ্তানি হয়েছে ১৯৭ ট্রাক পণ্য। গত এক সপ্তাহে বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে বিভিন্ন পণ্য নিয়ে ৩ হাজার ৫৭৩ ট্রাক আমদানি-রপ্তানি হয়েছে। এর মধ্যে ভারতে গেছে ১ হাজার ৪৮ ট্রাক পণ্য। আর ভারত থেকে এসেছে ২ হাজার ৫২৫ ট্রাক পণ্য।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতে যাওয়ার চেয়ে আসার যাত্রী একটু বেশি। গতকাল রবিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন ৯৫৬ জন ও ভারত থেকে এসেছেন ১ হাজার ৩২২ জন পাসপোর্ট যাত্রী। গত এক সপ্তাহে এ পথে যাতায়াত করেছেন প্রায় ১৫ হাজার যাত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close