প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ নিয়ে বিদ্বেষ

ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে হিন্দুদের কথিত আটক নিয়ে প্রতিবাদ জানাতে সম্প্রতি ভারতে আয়োজিত এক সমাবেশে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি থেকে সম্প্রতি বহিষ্কৃত নেতা কে এস ঈশ্বরাপ্পা। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় পুলিশ। এর আগেও মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার ভারতের একাধিক কাগজে এ খবর বেরিয়ে যাবে।

জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই বক্তব্যের একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ৩০ হাজার ভোটও পেয়েছিলেন। গত ১৬ নভেম্বর এ নেতার বিরুদ্ধে ‘মুসলিমদের হুমকি দেওয়া’ এবং উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে মামলা করা হয়। চলতি বছরের গোড়ায় বিজেপি ঈশ্বরাপ্পাকে ৬ বছরের জন্য দল বহিষ্কার করে। বহিষ্কারের কারণ মূলত, লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়া।

প্রসঙ্গত, বাংলাদেশকে সাম্প্রদায়িক উসকানি দিয়ে নিজেরা তার রাজনৈতিক ফায়দাটা ভারতের মাটিতে লোটার মতলবে ভুয়ো অপপ্রচারনির্ভর যে মিডিয়া যুদ্ধটা ভারতের ক্ষমতয়াসীন দল বিজেপি শুরু করেছে তার পরবর্তী পরিণাম যে বিজেপিকে ভোগ করতে হবে তার নজির একে এক দৃশ্যমান হতে শুরু হয়েছে। আগরতলার বাংলাদেশ উপদূতাবাসে হিন্দুত্ববাদী সংগঠনের হামলার পর ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের জেরে বাংলাদেশের কূটনৈতিক প্রত্যাঘাতের ভয়ে ভীত ভারত এরই মধ্যে এ ঘটনায় ৩ জন পুলিশ কর্মকর্তা বরখাস্তসহ ত্রিপুরা হতে ৭ জনকে গ্রেপ্তার করেছে।

বিজেপিবিরোধী শিবিরের ক্ষমতাসীন পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার দায়ে বজরং দলের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে, বিজেপিবিরোধী শিবিরের ক্ষমতাসীন তামিলনাড়ুতে বাংলাদেশবিরোধী বিক্ষোভের জেরে ৫০০ জন আটক হয়েছে, সর্বশেষ বিজেপিবিরোধী শিবিরের ক্ষমতাসীন কর্ণাটক রাজ্যে বাংলাদেশবিরোধী ঘৃণা-প্রচারী বক্তব্য প্রদানের দায়ে বিজেপির নেতার বিরুদ্ধেও মামলা হয়েছে। বিজেপি হয়তো ভুলে যাচ্ছে তারা লোকসভায় এখন আর একক সংখ্যাগরিষ্ঠ কোনো ক্ষমতাসীন দল না। বাংলাদেশকে নিয়ে হিন্দুত্ববাদ প্রচারী ও হিন্দুভোট জড়োকরণের রাজনীতি করার ফল এখন বিজেপিকে ভুগতে হচ্ছে বিজেপিবিরোধী শিবির দ্বারা শাসিত বিভিন্ন রাজ্যে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close