প্রতিদিনের সংবাদ ডেস্ক
এসএসসি পরীক্ষার্থীসহ সড়কে ঝরল ১১ প্রাণ
![](/assets/news_photos/2024/12/07/image-488740.jpg)
দিনাজপুর, নাটোর, কুড়িগ্রাম, ভোলা, টাঙ্গাইল, বগুড়া এবং বরিশালে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ১১ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর : জেলার বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস এবং ট্রাকচালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকচালক এবং দুই বাসযাত্রী নিহত হন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
নাটোর : নাটোরে সুগার মিলের আখ বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক শাকিল প্রামাণিক নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেলের আরো দুই আরোহী। শুক্রবার নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল প্রামাণিক সদর উপজেলার চক আমহাটি গ্রামের ফিরোজ আলীর ছেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নাটোর সদর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : জেলার ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদনগর টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সীপাড়ার আবদুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৩৯) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। নিহত দুজনের মধ্যে খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ী ও রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী।
ভোলা : ভোলায় সড়ক দুর্ঘটনায় ইমন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমন সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মীরবাড়ী ব্রিজসংলগ্ন প্রবাসী মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আগামী ফেব্রুয়ারি মাসে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। ভোলা সদর মডেল থানার ওসি মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল : জেলার ভূঞাপুরে অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হন। তারা সবাই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের উপজেলার গোবিন্দাসী এলাকায় চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাবিল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে। ভূঞাপুর থানার এসআই সুমন জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল আহম্মেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার কেল্লাপোশি নামক আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল কুসুম্বি ইউনিয়নের কুসুম্বি মুসলিমপাড়ার মোস্তফা শেখের ছেলে। স্থানীয়রা জানান, শাকিল শেরপুর শহরে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় কুসুম্বি ইউনিয়নের আঞ্চলিক সড়কের কেল্লাপোশিতে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বরিশাল : জেলার মুলাদি উপজেলার রাঘগা ব্রিজসংলগ্ন এলাকায় শুক্রবার বিকেল ৫টায় সড়ক দুর্ঘটনায় ড. মো. ফরহাদ হোসেন নামে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব নিহত হয়েছেন। তিনি মুলাদি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরলক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদের মাওলানার ছেলে। ঘটনাস্থলে থাকা নিহতের স্বজনরা জানান, ড. মো. ফরহাদ হোসেন মাহেন্দ্রে (টেম্পো) চড়ে উপজেলায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে রাঘগা ব্রিজসংলগ্ন সড়কে একটি কুকুরকে সাইড দিতে গিয়ে তাকে বহনকারী মাহেন্দ্রটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
"