মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)

  ০৫ ডিসেম্বর, ২০২৪

সিংগাইরে বেড়েছে খুন

পারিবারিক বিরোধ, দাম্পত্য কলহ, পরকীয়া, মাদক ও ব্যবসায়িক দ্বন্দ্ব

মানিকগঞ্জের সিংগাইরে আশঙ্কাজনকহারে বেড়ে গেছে খুনের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহ, পরকীয়া প্রেম, মাদক সেবন ও ব্যবসায় দ্বন্দ্বের জের ধরে অধিকাংশ খুনের ঘটনা ঘটছে, এসব অপরাধের রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সার্বক্ষণিক কাজ করছেন বলে জানিয়েছেন।

থানাপুলিশ ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার পরকীয়া প্রেমের জেরে খুন হন। খুনের সঙ্গে জড়িত মাদরাসা শিক্ষক প্রেমিক মাহাদী হাসান গ্রেপ্তার হয়েছে। গত ৮ নভেম্বর দুপুরে ফোর্ডনগর ধলেশ্বরী নদীর মিলনের ঘাট থেকে রুবেল নামের এক যুবকের লাশ উদ্ধার করেন থানাপুলিশ। খুনের আগে রুবেল প্রতিবেশী ভাতিজা বিজয় ও তার প্রেমিকা শ্রাবণীর আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করলে ৮ নভেম্বর রাতে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় বলে অভিযোগ। তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামে ভাবি মনিরার সঙ্গে দেবর ঝন্টুর পরকীয়া প্রেমের জের ধরে সিঙ্গাপুর প্রবাসী বড় ভাই উজ্জ্বল নামের এক ব্যক্তিকে ১২ অক্টোবর হত্যা করে লাশ প্লাস্টিকের ড্রামে ভরে নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার ১৮ দিন পর গত ৩০ অক্টোবর বিকেলে নিহতের লাশ উদ্ধার করা হয়। একই দিন সকালে চান্দহর ইউনিয়নের শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কাছ থেকে হত্যার শিকার আবু বক্কর (১৪) অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৌলাইল ইউনিয়নের মাসাইল গ্রামের আলম মোল্লার ছেলে। তার খুনের রহস্য পুলিশ এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। গত ৬ অক্টোবর পৌর এলাকার নয়াডাঙ্গী মহল্লায় ছেলের বউ ও তার প্রেমিকার হাতে খুন হন শাশুড়ি হায়াতন নেছা (৬৫)। গত ২০ সেপ্টেম্বর দুপুরে ধল্লা ইউনিয়নের গাজিন্দা বড় পাড়া গ্রামের হজরত আলীকে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা পিটিয়ে আহত করে। চিকিৎসাধীন অবস্থায় ৬ অক্টোবর মারা যান তিনি। ১৬ সেপ্টেম্বর বিকেলে ধল্লা পাওয়ার জেনারেশন সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেন থানাপুলিশ। গত ১৪ সেপ্টেম্বর ভোরে তালেবপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে মুক্তার মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। ৩ সেপ্টেম্বর ভোরে ধল্লা ইউনিয়নের খাসেরচর লাঙ্গুলিয়া গ্রামের পেঁপেখেত থেকে জবেদ আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। একের পর এক এসব খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন উপজেলাবাসী ।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর পারিবারিক ও পরকীয়া প্রেমের জেরে এসব খুনের ঘটনা স্বীকার করে বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা ও মানুষকে সচেতনতায় শতভাগ কাজ করে যাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close