গাজী শাহনেওয়াজ, শেরপুর (নালিতাবাড়ী) থেকে

  ০৪ ডিসেম্বর, ২০২৪

নালিতাবাড়ীতে বিএনপি নেতা

‘মুজিব’ সবার, তাকে নিয়ে বিতর্কের কিছু নেই

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে শোভা পাচ্ছে মুজিব শতবর্ষ মঞ্চ। এই মঞ্চে প্রতিনিয়ত অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মসূচি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা আপত্তির কথা জানা গেলেও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মালেক প্রতিদিনের সংবাদকে বলেন, এই মঞ্চ নিয়ে তার কোনো আপত্তি নেই। আপত্তি কেন নেই জানতে চাইলে বলেন, এটি বঙ্গবন্ধুর নামে তৈরি মঞ্চ। তাকে নিয়ে বিতর্ক করার সুযোগ নেই; তিনি সবার।

নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আবদুর রউফ প্রতিদিনের সংবাদকে বলেন, ছাত্র-জনতার ত্যাগ মানুষ ভুলতে বসেছে। শুধু খোলস বদল হয়েছে। হিসাবে এই মঞ্চটি থাকার কথা ছিল না। কিন্তু আছে এটাই সত্য। এ নিয়ে আমরা যারা সাধারণ মানুষ গত ১৫ বছরে নির্যাতিত ও ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের যন্ত্রণা আছে। এখানে প্রশাসনে উপজেলা প্রশাসনে ফ্যাসিবাদী সরকারের দোসর আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাচন ও উপজেলা কৃষি অফিস রয়েছে। এসব অফিসের বিভিন্ন দিবসসহ নানা অনুষ্ঠান চলছে মুজিব জন্মশত বর্ষের তৈরি মঞ্চে।

এ প্রসঙ্গে নালিতাবাড়ী থানার কনস্টেবল মনির কাছে জানতে চাইলে প্রতিদিনের সংবাদকে বলেন, এটি ইউএনও স্যারের এখতিয়ার এই মঞ্চ ভাঙা না ভাঙা। তবে সাবেক এক সেনা কর্মকর্তা ও সুশীল প্রতিনিধি মো. বোরহান উদ্দিন প্রতিদিনের সংবাদকে বলেন, এই মঞ্চ এখনো আছে এটাই বড় অপরাধ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা প্রতিদিনের সংবাদকে বলেন, স্থানীয় অনেক মানুষ আমাকে বলছে ভাঙছি না কেন? এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন কি না জানতে চাইলে বলেন, ওপরের কর্তৃপক্ষ এ বিষয়ে ওয়াকিবহাল।

জানতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম প্রতিদিনের সংবাদকে বলেন, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে মুজিব শতবর্ষের নামে রাষ্ট্রীয় অর্থের অপচয় খতিয়ে দেখার। এই সিদ্ধান্তের পর বিতর্কিত স্থাপনাগুলো সরিয়ে নেওয়া উচিত ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close