প্রতিদিনের সংবাদ ডেস্ক
বিজ্ঞান
বায়ু থেকে পানি সংগ্রহের নতুন উপায় উদ্ভাবন
নতুন এক পলিমার দ্রবণ ব্যবহার করে আরো দক্ষতার সঙ্গে বাতাস থেকে পানি সংগ্রহের এক চতুর ও অসাধারণ উপায় উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এ পুরো প্রক্রিয়ার জন্য অনেক কম তাপের প্রয়োজন, ফলে এতে সাশ্রয় হবে বিদ্যুতের। জাপানের ‘ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির এ যুগান্তকারী উদ্ভাবনের ফলে শুষ্ক অঞ্চলে, দুর্যোগকালে বা বিদ্যুৎ সংকট রয়েছে এমন স্থানে পানি সংগ্রহের বিষয়টি আরো সহজ হবে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘এসিএসইএসঅ্যান্ডটি ওয়াটারে’ ।
প্রচলিতভাবে আর্দ্র বাতাস থেকে পানি টেনে আনতে ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাতাসের আর্দ্রতা কমাতে এরই মধ্যে ব্যবহার হচ্ছে পানি সংগ্রহের বিভিন্ন উপাদান, বিশেষ করে পলিমার। এক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ‘ডিসর্পশন’ বা শোষণ। কোনো উপাদান থেকে সংগৃহীত পানি ছেড়ে দেওয়ার একটি প্রক্রিয়া ‘ডিসর্পশন’, যাতে ওই উপাদানটিকে পুনরায় ব্যবহার করা যায়।
সাধারণত ‘ডিসর্পশন’ প্রক্রিয়ায় পানিকে গরম করতে প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন পড়ে। ফলে এ কাজে বিদ্যুতের প্রয়োজন বেশি।
এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী দাইসুকে ইকেগাওয়া, সহকারী অধ্যাপক আরিসা ফুকাতসু, সহযোগী অধ্যাপক কেনজি ওকাদা ও অধ্যাপক মাসাহিদে তাকাহাশিসহ গবেষকদের একটি দল। বাতাস থেকে পানি সংগ্রহের এমন এক উপায় তৈরি করেছেন গবেষকরা, যা কেবল ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই কাজ করবে। ফলে সাশ্রয় হবে বিদ্যুতের।
এজন্য পলিমার ব্যবহার করে বিশেষ এক ধরনের তরল আর্দ্রতা-শোষক তৈরি করেছে গবেষণা দলটি।
গবেষকদের এ সাফল্যের পেছনের চাবিকাঠি হচ্ছে ‘র্যান্ডম বা এলোমেলো কোপলিমার’ ব্যবহারের বিষয়টি যা ‘পলিথিলিন গ্লাইকোল’ ও ‘পলিপ্রোপিলিন গ্লাইকোল’ নামের দুটি ভিন্ন ধরনের অণুর মিশ্রণ। পানি শোষণে দুর্দান্ত কাজের ‘পলিথিন গ্লাইকোল’। অন্যদিকে ‘পলিপ্রোপিলিন গ্লাইকোল’ কিছুটা কম পরিমাণে পানি শোষণ করে।
ফলে এ দুটি বিপরীতধর্মী উপাদান মিলে তৈরি হয়েছে এক ধরনের ‘পানি স্থানান্তর প্রক্রিয়া’ যা পানির বিভিন্ন ক্লাস্টারকে ভেঙে ফেলার মাধ্যমে কম তাপমাত্রায় পানি শোষণকে করে তুলেছে আরো সহজ। ‘শুষ্ক অঞ্চল বা কম বিদ্যুৎ রয়েছে এমন অঞ্চলের পাশাপাশি দুর্যোগ ও জরুরি প্রয়োজনের সময়ও পানি সরবরাহের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে আমাদের এ নতুন প্রযুক্তি’ বলেছেন ড. ফুকাতসু। বিশ্বের অনেক স্থানেই বিশুদ্ধ পানির ঘাটতি রয়েছে, বিশেষ করে শুষ্ক অঞ্চলে। তাই বাতাস থেকে কার্যকর উপায়ে পানি সংগ্রহের বিভিন্ন উপায় খুঁজে পাওয়ার মাধ্যমে ওইসব স্থানে পানির ঘাটতি ঠেকানো ও সেখানকার মানুষের জীবনযাপনকে সহজ করা যেতে পারে।
"