গাজীপুর প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২৪

গাজীপুরে আরো এক মামলা থেকে খালাস তারেক রহমান

গাজীপুরে প্রায় ১০ বছর আগে করা একটি বিস্ফোরক আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থানীয় বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মী খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন।

মামলার বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. সিদ্দিকুর রহমান এ তথ্য জানান। এ নিয়ে তারেক রহমান গাজীপুরের বিভিন্ন থানায় করা তিনটি মামলা থেকে অব্যাহতি পেলেন।

অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বাসে পেট্রল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে তৎকালীন জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম মামলাটি করেন। মামলার এজাহারে তারেক রহমানের নাম না থাকলেও চার্জশিটে তাকে আসামি করা হয়। এ মামলায় ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক গতকাল বৃহস্পতিবার ওই রায় ঘোষণা করেন।

মামলার চার্জশীটে বলা হয়, দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানাধীন সাইনবোর্ড এলাকার কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়।

শুনানিকালে বিবাদীপক্ষে আইনজীবী মো. সিদ্দিকুর রহমান ছাড়াও মো. মোস্তফা কামাল, সুলতান উদ্দিন আহমদ, মাহমুদুল আসমসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close