প্রতিদিনের সংবাদ ডেস্ক
সড়কে ঝরল পাঁচ প্রাণ
কুষ্টিয়ার মিরপুরে ভ্যানযোগে টিসিবির পণ্য আনতে গিয়ে ট্রলির ধাক্কায় দুই নারী, নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী এবং টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে সিমেন্ট বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় মরিয়ম খাতুন (৪৮) ও ছবেলা খাতুন (৬৫) নামে দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। বুধবার বেলা পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার মশান বাজারে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানযাত্রীরা মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়িয়া এলাকার নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম খাতুন ও একই এলাকার কুমার মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন। তারা টিসিবির পণ্য আনতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কবরবাড়িয়া নিজবাড়ি থেকে ভ্যানযোগে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে টিসিবি পণ্য নিতে যাওয়ার পথে একটি সিমেন্ট বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় ভ্যানের যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পুকড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এতে আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগরের মজিবুর রহমানের পুত্র আব্দুল কাদির (২০) ও আবদুল মজিদের পুত্র কাউছার মিয়া (২২)।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আবদুল কাদির ও কাউছার মিয়াসহ আরও একজন মোটরসাইকেলযোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আবদুল কাদির নিহত হন। আর কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিচয় জানা যায়নি।
সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম মীর আকবর হোসেন (৬৫)। তিনি উপজেলার কীর্তনখোলা গ্রামের মৃত মীর আয়েত আলীর ছেলে ও কেজিকে উচ্চ বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী ছিলেন। মঙ্গলবার বিকাল ৫টায় কীর্তনখোলা চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সখীপুর সিডস্টোর সড়কের কীর্তনখোলা চৌরাস্তা বাজারে গরুবোঝাই একটি ট্রাক মীর আকবর হোসেনকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
"