সাভার (ঢাকা) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

বকেয়া বেতনের দাবি

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় ৪ বছর আগের বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ইপিজেডের অন্য কারখানার শ্রমিকদেরও ভেতরে প্রবেশ করতে বাধা দেন আন্দোলনরত শ্রমিকরা।

এদিকে অবরোধের কারণে বিকল্প সড়কে চলতে হয়েছে যানবাহনগুলোকে। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় গত মঙ্গলবার থেকে ওই মহাসড়ক অবরোধ করে রেখেছেন লেনি অ্যাপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান তারা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, প্রায় ৪ বছর আগে ২০২১ সালে কোভিড-১৯-এর সময় বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬(১) ধারায় পাওনা পরিশোধ না করেই লেনি অ্যাপারেলস নামের কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দিই-দিচ্ছি করে প্রায় চার বছর ধরে শ্রমিকদের সঙ্গে টালবাহানা করে যাচ্ছে কর্তৃপক্ষ। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনা পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তায় ভুগছেন শ্রমিকরা। ৪ বছর ধরে তারিখ নির্ধারণ করেও শ্রমিকদের কোনো পাওনা পরিশোধ করা হয়নি। তাই নির্ধারিত তারিখে পাওনা পরিশোধের নিশ্চয়তা চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক আয়শা আক্তার বলেন, আমরা বেপজা কর্তৃপক্ষকে তিনটি দাবি দিয়েছিলাম। কিন্তু সেসব দাবি মানা হচ্ছে না। এর মধ্যে অন্যতম হলো, বেপজা চেয়ারম্যান অবরোধে উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের সব পাওনা পরিশোধের নিশ্চয়তা প্রদান করবেন। কিন্তু তিনি উপস্থিত হয়ে দুই মাসের মধ্যে কারখানা বিক্রি করে পাওনা পরিশোধের আশ্বাস দেন।

আন্দোলনকারী নারী শ্রমিক শামসুন নাহার বলেন, ‘বেপজা আমাগো পরিশ্রমের পাওনা ট্যাকা দিতাছে না। সবাইরে শুধু তারিখ দেয়। কিন্তু কোনো নুটিস দেয় না, ট্যাকাও দেয় না। ৩০ নভেম্বর দেওনের কথা ছিল, এখন উল্টাপাল্টা বলতেছে। বলতাছে ট্যাকা দিবে না।’ লেনি অ্যাপারেলসে ১১ বছর চাকরি করার দাবি করে ফিরোজ আহম্মেদ নামের এক ব্যক্তি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত টাকা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কেউ ইপিজেডে ঢুকতে পারবে না।’

এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যবস্থা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।’ এসব ব্যাপারে বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, ‘কারখানা বিক্রির পদ্ধতি, আইনি প্রক্রিয়া এবং বকেয়া পরিশোধের পদ্ধতির বিষয়টি তাদের জানানো হচ্ছে। তাদের আশ্বস্ত করা হচ্ছে, যখনই লেনী ফ্যাশন কারখানাটি বিক্রি করা সম্ভব হবে, দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা হবে।

এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করায় যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম। তিনি গণমাধ্যমে বলেন, শ্রমিকরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করে রাখায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলো নবীনগর থেকে ধামরাই-ঢুলিভিটা হয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছে। অন্য পাশ থেকে আসা পরিবহনগুলো চন্দ্রা থেকে ওয়ালটনের সামনে দিয়ে ধামরাই-ঢুলিভিটা হয়ে ঢাকার দিকে যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close