বুটেক্স প্রতিনিধি
বুটেক্সে হামলায় দোষীদের শাস্তি দাবি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হামলার ঘটনায় দোষীদের বিচার ও শাস্তির আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বুটেক্স শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন।
বুটেক্স শিক্ষার্থীদের দাবি, তাদের ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। কিন্তু হামলার সূত্র ধরে বিভিন্ন মিডিয়ায় ছাত্রলীগের রাজনীতিকে কেন্দ্র করে যেসব তথ্য প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে, পলিটেকনিক ছাত্রদলের কিছু নেতা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বুটেক্সের আজিজ হলে অবৈধভাবে ঢুকে ঘটনার সূচনা করে।
শিক্ষার্থীরা আরো বলেন, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বুটেক্সের আজিজ হলে হামলা চালিয়েছে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এটি একটি সুপরিকল্পিত হামলা, যেখানে কাচের বোতল, লোহার টুকরা, এবং ইট-পাটকেল দিয়ে তাদের ওপর আঘাত হানা হয়।
হামলার ভয়াবহতায় উলে¬খযোগ্য কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। উৎসব পাল নামের এক শিক্ষার্থীকে আজীবনের জন্য একচোখের দৃষ্টিশক্তি হারাতে হয়। তিনি বর্তমানে চক্ষুবিজ্ঞান হাসপাতালে এবং তাহসিন নামের একজন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় আরো অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক মন্তব্য এবং হেনস্তা করা হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উৎসব পালের বড় ভাই উজ্জ্বল পাল সংবাদ সম্মেলনে আবেগতাড়িত হয়ে বলেন, আমার ভাই ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব মনোযোগী ছিল। তার স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার। কিন্তু এই হামলার ফলে তার একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তার মানসিক অবস্থাও ভেঙে পড়েছে এবং সে এখন বুটেক্সে অধ্যয়ন চালিয়ে যেতে আগ্রহী নয়।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন বুটেক্স শিক্ষার্থীরা। এছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
"