নিজস্ব প্রতিবেদক
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে
রাজধানীতে দুই হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের দুজন বিচারক আলাদা শুনানি করে এই আদেশ দেন।
নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় আট দিনের রিমান্ড শেষে কামরুলকে এদিন আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টায় রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে এ মামলায় আট দিনের রিমান্ডে পাঠায় আদালত।
নিউমার্কেট থানার এ মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আবদুল ওয়াদুদ। ওই ঘটনায় নিহত ব্যবসায়ীর শ্যালক আবদুর রহমান গত ২১ আগস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
রাজধানীর রূপনগর এলাকায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে জ্যাকবকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মো. জুনাইদ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জ্যাকবকে গত ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই দিন হত্যাচেষ্টা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত। এরপর গত ২০ নভেম্বর রূপনগর থানার হত্যা মামলায় আদালত আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানার প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহারনামীয় ১২২ নম্বর আসামি।
"