ক্রীড়া প্রতিবেদক
মিরাজদের বড় হার
বিস্ময় জাগিয়ে প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। গতকাল আরো বড় বিস্ময় উপহার দিল টাইগাররা। হারের ব্যবধান কমানোর কোনো চেষ্টা না করে দ্বিতীয় ইনিংসও ঘোষণা করে বাংলাদেশ। তবে বড় ব্যবধানেই হারতে হয় মেহেদী হাসান মিরাজদের।
গতকাল অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে এসে ২০১ রানে হেরেছে বাংলাদেশ। ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেটে ১৩২ রান করার পর ইনিংস ঘোষণা করে দেয় টাইগাররা।
পরাজয়ের পথটা পরিষ্কার হয়ে গিয়েছিল আগের দিনই। ৭ উইকেট হারিয়ে লেজ বেরিয়ে গিয়েছিল বাংলাদেশের। পঞ্চম দিনে অপেক্ষা ছিল কতটুকু লড়াই করতে পারে টাইগাররা। তবে খুব বেশি আগাতে পারেননি। সাত ওভারের মধ্যেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৪)
৩৮ ওভারে ১৩২/৯ ডিক্লে.
"