শরীয়তপুর প্রতিনিধি
ওরশ পালনের দাবিতে গানে গানে শান্তি সমাবেশ
সুফিবাদী আধ্যাত্মিক পুরুষ শাহ সুফি পাগল আবদুল মান্নান শাহের ওরশ শরিফ প্রতি বছর পালন করে তার ভক্ত ও অনুসারীরা। কিন্তু এ বছর ওরশ শরিফ পালন করতে দেবে না বলে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে একটি কুচক্রী মহল। এর প্রতিবাদে গানে গানে শান্তি সমাবেশ করে ওরশ শরিফ পালন করার দাবি জানিয়েছে পাগল আবদুল মান্নান শাহের ভক্ত-অনুসারীরা।
গতকাল সোমবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গানে গানে এই শান্তি সমাবেশ করা হয়। জানা যায়, বাংলাদেশে বিচিত্র দর্শন ও বিশ্বাসের মানুষ পাশাপাশি শান্তিপূর্ণভাবে হাজার বছর ধরে বসবাস করে আসছে। পাগল শাহ সুফি আবদুল মান্নান শাহ সুফিবাদী একজন আধ্যাত্মিক পুরুষ। তার স্মরণে প্রতি বছর বাংলা মাসের ১২ ও ১৩ অগ্রহায়ণ (২৭ ও ২৮ নভেম্বর) সুফিবাদের বিভিন্ন দর্শন ও গান প্রচার করে থাকেন ভক্ত ও অনুসারীরা। দীর্ঘ ৩৪ বছর ধরে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ বটতলা গ্রামে এ ওরস শরিফ পালন করে আসছেন পাগল শাহ সুফী আবদুল মান্নান শাহের ভক্ত ও অনুসারীরা। কিন্তু এ বছর স্থানীয় একটি কুচক্রী মহল ওরস শরিফটি পালন করতে দেবে না বলে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।
শান্তিপূর্ণভাবে শাহ সুফি পাগল আবদুল মান্নান শাহের ওরস শরিফ পালন করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়ে গানে গানে শান্তি সমাবেশ করেছেন প্রায় ৩০০ ভক্ত ও অনুসারী। দুই ঘণ্টার অধিক সময় ধরে তারা পাগল আবদুল মান্নান শাহ ও ফকির লালন শাহের বিভিন্ন গান গেয়ে শান্তি সমাবেশ করেন। সমাবেশ থেকে শান্তিপূর্ণভাবে সুফীবাদের বিভিন্ন দর্শন প্রচার করার জন্য ওরস শরিফটি করার দাবি জানান তারা।
শাহ সুফি পাগল আবদুল মান্নান শাহের ভক্ত ও অনুসারী বাদল খান বলেন, ৩৪ বছর ধরে দয়াল পাগল মান্নান শাহের ওরশ শরিফ শান্তিপূর্ণভাবে পালন করতেছি। এ বছর ৩৫তম ওরশ শরিফ পালন করা হবে। কিন্তু একটি কুচক্রী মহল ওরস শরিফটি করতে দেবে না বলে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাগল মান্নান শাহের কয়েক লাখ ভক্তস রয়েছে। কয়েক লাখ শান্তিপূর্ণ মানুষের মনে আঘাত যেন করা না হয়, সেজন্য আমরা প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ওরশ শরিফটি করতে প্রশাসনের সহযোগিতা চাই।
কামরুল হাওলাদার নামে আরেকজন বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ওরশ শরিফটি কিছু দুষ্কৃতকারী বানচাল করার জন্য পাঁয়তারা করতেছে। ওরসটি যেন আমরা শান্তিপূর্ণভাবে করতে পারি সেজন্য জেলা প্রশাসক স্যারের সহযোগিতাসহ সব প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই।
আলী আকবর নামে আরেকজন বলেন, পাগল মান্নান শাহ একজন সুফিবাদী লোক ছিলেন। তার স্মরণে আমরা প্রতি বছর ওরশ শরিফ পালন করে সুফী দর্শন প্রচার করি। ওরসটি করার জন্য আজকে আমরা গানে গানে শান্তি সমাবেশ করেছি। আমরা প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ওরশটি করতে চাই। আলমগীর মোল্লা নামে একজন ভক্ত বলেন, পাগল মান্নান শাহের ওরশ শরিফের মাধ্যমে ইসলামিক তরিকাপন্থি সুফিবাদের প্রচার প্রচারণা করা হয়। সারা দেশ থেকে কয়েক লাখ ভক্ত ও অনুসারী প্রতি বছর ওরশ শরিফে যোগ দেয়। আমরা ওরশ শরিফটি পালন করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।
"