প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২৪

সড়কে ঝরল চার প্রাণ

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী, সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নারী এবং কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, মোটরসাইকেলে দুজন চালক ও আরোহী উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। সুনামগঞ্জ : সুনামগঞ্জে সিলেট সড়কের নীলপুর নামকস্থানে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক বলেন, ট্রাকটি হেফাজতে আনা হয়েছে। চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় ১ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালকসহ আরো ৪ জন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত রাজিয়া বেগম (৫০) এর বাড়ি জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী কাটাগাং এলাকায়।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইটবোঝাই ডাম্পার ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত এবং দুজন আরোহী গুরুতর আহত হয়েছেন। চালক ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন (৪১)। আহতরা হলেন সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন (৪২) ও বায়োফার্মা কোম্পানির সেলস অফিসার মো. আজমগীর (৪৮)। বোরহান উদ্দিনের বাড়ি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে। আহত দুজনের বাড়িও পেকুয়ায়।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। ইট বোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close