নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানের নির্দেশনায় ‘চক্ষু সেবা ক্যাম্প’
রাজধানীতে দ্বিতীয় দিনের মতো ‘বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প’-এর আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গত ‘জুলাই-আগস্ট’-এর গণআন্দোলনে চক্ষু হারানো ও ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়ায় খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে এই ‘বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প’ পরিচালিত হয়।
গেন্ডারিয়া থানার নারিন্দায় সাদেক হোসেন খোকা খেলার মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এ ‘চক্ষুসেবা ক্যাম্প’-এর উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ ‘চক্ষুসেবা ক্যাম্প’-এর উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপি নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ মুহিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
"