প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ নভেম্বর, ২০২৪

সড়কে পাঁচজনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় কিশোর এবং দিনাজপুরের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হেলপার এবং ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আবদুল্লাহ আল ওসমান নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে পৌর এলাকার বিদিরপুর মহল্লার এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই বাহনের চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। ওই কিশোরের নাম ওসমান আলী (১৩)। সে মিল্কি মহল্লার ইজ্জত আলীর ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। পুলিশ জানায়, মাদরাসায় যাওয়ার পথে বালুবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক ও মরদেহটি উদ্ধার করে।

কাহারোল (দিনাজপুর) : কাহারোলে তিনবন্ধু একটি মোটরসাইকেলযোগে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত এবং একজন আহত হয়েছে। দিনাজপুরের কাহারোল থানার ওসি মো. রুহুল আমিন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধনীগ্রামের তিনবন্ধু নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাহারোল যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সজনা গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন মারা যায়। এরা হলো- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সেনগ্রামের মুকুন্দ চন্দ্র রায়ের ছেলে বিপুল চন্দ্র রায় (১৬), একই উপজেলার কচনরত গ্রামের নিরঞ্জ চন্দ্র রায়ের ছেলে দ্বীপ চন্দ্র রায় (১৩)। আহত উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগপুর গ্রামের আপস চন্দ্র রায়ের ছেলে স্বপন চন্দ্র রায়(১৭)। সে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জগনাথপুর মধ্যপাড়ার আবদুল জলিলের ছেলে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ারুল হক। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম সদরের বালিকা বিদ্যালয়ের সামনে মঙ্গলবার রাত দেড়টায় ওভারব্রিজের নিচে থেমে থাকা অবস্থায় একটি কাভার্ডভ্যানকে অপর একটি কাভার্ডভ্যান স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের সামনের অংশ দমুড়েমুচড়ে যায় এবং হেলপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা হেলপার সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে।

ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে পড়ে ভ্যানচালক ছামাদ শেখ (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টায় ভাঙ্গা উপজেলার পুলিয়া গাবতলী এলাকায় এক্সপ্রেসওয়ের পার্শ^ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যু বাচ্চু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী এবং শিবচর হাইওয়ে থানা সূত্রে প্রকাশ, ভ্যানের চালক পার্শ্ব সড়ক দিয়ে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close