নাটোর প্রতিনিধি
ছয় হিন্দু পরিবারে ডাকাতি, ৫ নারী ছিনতাইকারী আটক
নাটোর শহরে এক রাতে ছয়টি হিন্দু পরিবারে ডাকাতি ও লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এসব পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার ভোর ৪টায় শহরের মীরপাড়া ও পালপাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোরে বাড়িসংলগ্ন একটি গাছ থেকে পূজার জন্য ফুল তুলতে বের হন মীরপাড়া সাহাপাড়ার উত্তম কুমার সাহা। ফুল তোলা শেষে ঘরে প্রবেশ করার সময় ৫-৬ জন দুর্বৃত্ত তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর আলমারি ভেঙে নগদ ১১০০ টাকা লুটে নেয়। পরে উত্তমের তার বড় ভাইয়ের ঘরের দরজা ভেঙে ভাই, ভাবি ও ভাইপোর গলায় অস্ত্র ঠেকিয়ে নগদ ১০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। একই সময়ে মীড়পাড়াসংলগ্ন পালপাড়ায় স্বপন কুন্ডুর বাড়িতে প্রবেশ করে চার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সবকিছু লুট করায় তারা চিৎকার করার কোনো সুযোগ পাননি। সবকিছু নিয়ে যাওয়ার পর তারা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চালানো হচ্ছে। দ্রুত আটক করা হবে তাদের।
৫ নারী ছিনতাইকারী আটক : নাটোরের বড়াইগ্রামে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- ময়মনসিংহ জেলার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা বেগম (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের গর্ভবতী স্ত্রী পারভিন আক্তার (৩০), একই এলাকার মৃত আলমগীর হোসেনের স্ত্রী কুলসুমা বেগম (৪০), একই এলাকার রমজান আলীর স্ত্রী মালা (৪৭) ও শাহ আলমের স্ত্রী মিনা বেগম (৫০)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানান, উপজেলার বনপাড়া বাজার এলাকার মহিষভাঙ্গা সড়কে এক নারীর গলা থেকে একটি স্বর্ণের হার ছিনিয়ে নেয় ছিনতাইকারী নারীরা। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রাসহ আনছার সদস্যরা এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বনপাড়া পৌরসভা থেকে ওই ৫ নারী ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আটকরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য। দেশের বিভিন্ন স্থানে তারা ছিনতাই করে থাকে বলে প্রাথমিকভাবে স্বীকার করে তারা।
"