ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০২৪

৬৫ ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬৫ ভুয়া মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করে মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে একটি অভিযোগটি করেছেন। তার গেজেট নং-২৪৩২, পরিচিতি নং-০১৬১০০০৪৫৫০ লাল মুক্তিবার্তা-১১৫০২০০৯৬, ভারতীয় তালিকা নং- ৯৮৩৪।

গতকাল সোমবার উপজেলা হলরুমে ভুয়া মুক্তিযোদ্ধোদের বক্তব্য গ্রহণ করে যাচাই-বাছাই করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত একটি চিঠিতে অভিযোগের বিষয়টি সরেজমিন উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং তদন্ত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনকে যাচাই-বাছায়ের দায়িত্ব দেন। অভিযোগকারী মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন জানান, এ উপজেলায় প্রায় ৬৫ ভুয়া মুক্তিযোদ্ধা আছেন। তারা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করে ভুয়া কাগজপত্র দাখিল করে এবং রাজনৈতিক প্রভাব কাটিয়ে জামুকার মাধ্যমে গেজেটভুক্ত হয়ে ভাতাসহ সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। ফলে সাধারণ মানুষের কাছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় তহবিল হতে টাকাও অপচয় হচ্ছে। সর্বশেষ ২০১৭ সালে যাচাই-বাছায়ে তারা কেউ ‘খ’ তালিকা ভুক্ত আবার কেউ ‘গ’ তালিকাভুক্ত। তাদের বিরুদ্ধে বহুবার অভিযোগ দেওয়া সত্ত্বেও জামুকা ও মন্ত্রণালয়ের অসাধু কর্মচারীদের সহযোগিতায় বরাবরই পার পেয়ে যায় তারা।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, এরই মধ্যে তাদের যাচাইয়ের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে ইউএনও স্যারের কাছে প্রতিবেদন দেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, ৬৫ জনের একটি তালিকা পেয়েছি। সেই তালিকা পাওয়ার পর সবাইকে নোটিস করা হয়েছে। সোমবার সকাল থেকে তাদের যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close